আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
আইআইটি খড়্গপুরের গবেষণা কেন্দ্রে উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
প্রতিষ্ঠানের ডক্টর বিসি রায় মাল্টিস্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জন্য এই নিয়োগ। নিয়োগ করা হবে প্রফেসর এবং ডিন পদে। শূন্যপদ একটিই। তাঁকে গবেষণা কেন্দ্রে অধ্যাপনার পাশাপাশি ডিন পদমর্যাদার দায়িত্বভারও সামলাতে হবে। কাজের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর। নিয়োগের পর বেতনকাঠামো হবে মাসে ১,৫৯,১০০ থেকে ২,২০,২০০ টাকা।
আবেদনকারীদের বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যালে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ১০ থেকে ১৪ শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও রয়েছে অন্য মাপকাঠি।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ২২ ডিসেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শর্তাবলি জানতে দেখে নিতে হবে মূল বিজ্ঞপ্তিটি।