প্রতীকী চিত্র।
ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ দেবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। পোর্টের তরফে জানানো হয়েছে, কলকাতা ডক সিস্টেমের মেরিন বিভাগে কর্মী প্রয়োজন। কর্মীরা চুক্তির ভিত্তিতে পোর্টে কাজের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট বিভাগে জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ তিনটি। সংস্থায় তিন বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন তাঁরা। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ। নিযুক্তদের বেতন হবে মাসে ৪৬,৫০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যোগ্যতারও পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৪ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।