CSIR IICB Admission 2025

যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে প্রশিক্ষণের সুযোগ, শর্ত কী?

সংশ্লিষ্ট প্রোগ্রামটি শুরু হবে আগামী বছরের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৮:০৭
Share:

সিএসআইআর-আইআইসিবি। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান নিয়ে গবেষণায় ইচ্ছুক পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতেকলমে শেখানো হবে নানা বিষয়। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

বিজ্ঞানের নানা বিষয়ে পুঁথিগত বিদ্যাকে কতটা প্রয়োগ করা সম্ভব, তা খতিয়ে দেখা হয় গবেষণার মাধ্যমে। স্নাতকোত্তরের পর যদি কেউ গবেষণাকেই ভবিষ্যতের পেশা ক্ষেত্র হিসাবে বেছে নিতে চান, তাঁদের জন্য এই ‘সামার ইন্টার্নশিপ’ বা প্রশিক্ষণের সুযোগ দেবে প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, যাঁরা কেমিক্যাল সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস-এর বিভিন্ন শাখায় স্নাতকোত্তর করছেন, তাঁরা আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপে। তাঁদের এমএসসি, এমটেক, ইন্টিগ্রেটেড মাস্টার্স, ডুয়াল ডিগ্রি, এমটেক, এমফার্ম বা অন্য কোনও স্নাতকোত্তর কোর্সে পাঠরত হতে হবে। দশম শ্রেণি থেকে পরবর্তী পরীক্ষাগুলিতে থাকতে হবে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

Advertisement

সংশ্লিষ্ট প্রোগ্রামটি শুরু হবে আগামী বছরের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে। যা ন্যূনতম দু’মাস থেকে এক বছরের মধ্যে সম্পূর্ণ করা যাবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আগামী বছরের ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। এর পর পড়ুয়াদের মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য যোগ্যদের বেছে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement