IBPS Clerk Prelims Scorecard 2025

প্রকাশিত আইবিপিএস-এর ক্লার্ক পদের প্রিলিমস পরীক্ষার স্কোরকার্ড, কী ভাবে সংগ্রহ করবেন?

গত ৪, ৫ এবং ১১ অক্টোবর আইবিপিএস ক্লার্ক-এর প্রিলিমিস অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা গ্রহণ করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৮:২৩
Share:

প্রতীকী চিত্র।

গত অক্টোবরে আয়োজন করা হয়েছিল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন ক্লার্ক পদের প্রিলিমস (প্রিলিমিনারি) পরীক্ষা। পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছিল চলতি মাসেই। এ বার প্রকাশ করা হল পরীক্ষার্থীদের স্কোরকার্ড বা মার্কশিট।

Advertisement

গত ৪, ৫ এবং ১১ অক্টোবর আইবিপিএস ক্লার্ক-এর প্রিলিমিস অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা গ্রহণ করা হয়। মূলত কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস (সিআরপি -সিএএস-১৫) পদমর্যাদার জন্য নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। চলতি বছর মোট ১৩,৫৩৩টি শূন্যপদে এই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে আইবিপিএস।

গত ২০ নভেম্বর পরীক্ষার ফল ঘোষণা করা হয়। মঙ্গলবার আইবিপিএস-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে কাট অফ নম্বরও। যা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত দেখা যাবে। পরীক্ষায় উত্তীর্ণেরা পরবর্তী ধাপে অর্থাৎ মেনস পরীক্ষা দিতে পারবেন।

Advertisement

পরীক্ষার্থীরা কী ভাবে স্কোরকার্ড ডাউনলোড করবেন?

১। প্রথমে আইবিপিএস-এর ওয়েবসাইট https://www.ibps.in/-এ যেতে হবে।

২। সেখানে ‘সিআরপি -সিএএস-১৫’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। এর পর নিজেদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই স্কোরকার্ড দেখা যাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে হবে।

ক্লার্ক-এর প্রিলিমস পরীক্ষায় যাঁরা নির্দিষ্ট কাট অফ নম্বর নিয়ে উত্তীর্ণ হবেন, শুধুমাত্র তাঁরাই মেন পরীক্ষা দিতে পারবেন। আগামী ২৯ নভেম্বর দেশ জুড়ে আয়োজন করা হবে মেন পরীক্ষার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement