আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরের পর গবেষণার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি)। সেখানে অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। নিয়োগের জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।
প্রতিষ্ঠানে সেন্টার ফর হেল্থকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থের জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। গবেষণা হবে ‘অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং অফ বায়োলজিক্যালি ফাংশানাল ওরাল মিউকোসা গ্রাফটস উইথ ল্যাব-অন-চিপ ইন্টারফেস’ বিষয়ের উপরে।
প্রকল্পের জন্য একজন সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। নিযুক্তকে পাঁচ বছর কাজ করতে হবে ওই প্রকল্পে। তাঁর সাম্মানিক হবে মাসে ৪২,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতেও ভাতা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, মেটিরিয়ালস সায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। যাঁদের বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি বা লাইফ সায়েন্সেসের কোনও শাখায় স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
আগামী ২৮ নভেম্বর সকাল ১১টা থেকে প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র ছাড়াও কভার লেটার-সহ বাকি নথি সঙ্গে রাখতে হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।