প্রতীকী চিত্র।
মেডিক্যাল স্নাতকোত্তরে (নিট পিজি) ভর্তির জন্য দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে। অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-র মাধ্যমে দেশের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির কাউন্সেলিং শুরু করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)।
গত নভেম্বরে একাধিক বার স্নাতকোত্তরে আসনসংখ্যা পরিবর্তন করা হয়েছিল এমসিসি-র তরফে। সেই অনুযায়ী পরিবর্তিত হয়েছিল কাউন্সেলিং সূচিও। পরিবর্তিত সূচি মেনেই, শুক্রবার থেকে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে। উত্তীর্ণেরা এমসিসি-র ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বাছাই করা যাবে ৬ থেকে ৯ ডিসেম্বরের মধ্যেই। এর পর এমসিসি-র তরফে আসন বরাদ্দ করা হবে ১০ এবং ১১ ডিসেম্বর। আসন বরাদ্দের ফলাফল ঘোষণা করা হবে ১২ ডিসেম্বর। মেডিক্যাল কলেজগুলিতে সমস্ত নথি নিয়ে পড়ুয়াদের উপস্থিত হতে হবে ১৩ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে।
উল্লেখ্য, চলতি বছরে নিট পিজি উত্তীর্ণেরা এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, ডিএনবি-র মতো প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন।