সহারাকে ত্রাণ দিতে চায় বিদেশি সংস্থা

সহারার জেলবন্দি কর্ণধার সুব্রত রায়কে ত্রাণ হিসেবে ৫০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপের হেলভেটিয়া গোষ্ঠী। সেই অর্থ পাওয়া পর্যন্ত আদালতকে অপেক্ষা করার আর্জি জানিয়েছিলেন সহারার আইনজীবীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৪
Share:

সহারার জেলবন্দি কর্ণধার সুব্রত রায়কে ত্রাণ হিসেবে ৫০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপের হেলভেটিয়া গোষ্ঠী। সেই অর্থ পাওয়া পর্যন্ত আদালতকে অপেক্ষা করার আর্জি জানিয়েছিলেন সহারার আইনজীবীরা। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে সহারার কাছে জানতে চেয়েছে, লগ্নিকারীদের ৩৬ হাজার কোটি টাকা ফেরানোর ব্যবস্থা করতে কেন রিসিভার নিযুক্ত করেনি সহারা। যার জবাব দিতে হবে চার সপ্তাহের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement