দীপিকার এনগেজমেন্টে শুভেচ্ছা হেমা মালিনীর

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ১৭:০২
Share:

সত্যি নাকি? এনগেজমেন্ট হয়ে গেল দীপিকা পাডুকোনের আর আমরা জানতেও পারলাম না? অন্তত হেমা মালিনীর টুইট তো তেমনটাই বলছে! হেমা টুইট করেছেন,

Advertisement

হেমার টুইটের পরই ঝাঁপিয়ে পড়েন দীপিকা-রণবীরের ভক্তরা। বলিউডের যে সেক্সিয়েস্ট কাপল কখন কী করলেন, কোথায় গেলেন, কী খেলেন তা তাদের নখদর্পনে তা এমন চুপিসাড়ে এনগেজমেন্ট সেরে ফেললেন? হেমার টুইটের পর বেশ কিছুক্ষণ ঝড় বয়ে যায় ভক্তদের টুইটের। এরপরই হাটে হাঁড়ি ভাঙেন হেমা। দ্বিতীয় টুইটে জানান, তিনি দীপিকা পাডুকোনের উদ্দেশ্যে এই টুইট করেননি। টুইটারে তাঁর এক ফলোয়ার দীপিকার জন্য তাঁর এই টুইট।

আপাতত কানাডায় এক্স থ্রি সিরিজের ছবি দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ-এর শুটিং-এ ব্যস্ত দীপিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement