Indian Share Market

ন’মাসে সর্বোচ্চ বিদেশি লগ্নি

গত মাসে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৪৩,৮৩৮ কোটি টাকার পুঁজি ঢেলেছে। গত ন’মাসের মধ্যে যা সব থেকে বেশি। বিশেষজ্ঞদের মতে, এ দেশে অর্থনীতির ভিত অত্যন্ত পোক্ত বলে মনে করছে ওই সব সংস্থা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ০৬:৫৯
Share:

—প্রতীকী চিত্র।

ভারতের শেয়ার বাজারে গত মাসে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৪৩,৮৩৮ কোটি টাকার পুঁজি ঢেলেছে। গত ন’মাসের মধ্যে যা সব থেকে বেশি। বিশেষজ্ঞদের মতে, এ দেশে অর্থনীতির ভিত অত্যন্ত পোক্ত বলে মনে করছে ওই সব সংস্থা। তার উপর দেশীয় কর্পোরেট সংস্থাগুলির বেশিরভাগই ভাল মুনাফা করছে। যাকে অর্থনীতি চাঙ্গা হওয়ার অন্যতম লক্ষণ বলে মনে করা হচ্ছে।

সেই সঙ্গে এখানে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মতে, এখানে শেয়ারের মূল্য তুলনায় কম। এই সব কারণে চলতি মাসেও বাজারে তাদের বিনিয়োগ বহাল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের বড় অংশ। বিশেষত পরিসংখ্যান অনুযায়ী, জুন পড়ার পরে মাত্র দু’টি লেনদেনের দিনেই যেহেতু শেয়ার বাজারে ৬৪৯০ কোটি টাকা ঢেলেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন