উঠল সেনসেক্স

আগাম লেনদেনের সেট্‌লমেন্টের এক দিন আগে শেয়ার বাজার সামান্য কিছুটা উঠল। বুধবার সেনসেক্স ৬৯.৭৩ পয়েন্ট বেড়েছে। বাজার বন্ধের সময়ে সূচক এসে দাঁড়ায় ২৮,০৫৯.৯৪ অঙ্কে। অন্য দিকে নিফ্‌টি ১৭.৭০ পয়েন্ট বেড়ে থিতু হয় ৮,৬৫০.৩০ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:০৩
Share:

আগাম লেনদেনের সেট্‌লমেন্টের এক দিন আগে শেয়ার বাজার সামান্য কিছুটা উঠল। বুধবার সেনসেক্স ৬৯.৭৩ পয়েন্ট বেড়েছে। বাজার বন্ধের সময়ে সূচক এসে দাঁড়ায় ২৮,০৫৯.৯৪ অঙ্কে। অন্য দিকে নিফ্‌টি ১৭.৭০ পয়েন্ট বেড়ে থিতু হয় ৮,৬৫০.৩০ অঙ্কে।

Advertisement

এ দিন টাকার দাম ৫ পয়সা পড়ে যাওয়ায় দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.১১ টাকা।

আজ বৃহস্পতিবার আগাম লেনদেনের সেট্‌লমেন্টের দিন। যে-সব লগ্নিকারী হাতে শেয়ার না-থাকা সত্ত্বেও তা বিক্রি করে রেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই হস্তান্তরের জন্য বুধবার শেয়ার কিনতে থাকায় সূচক কিছুটা উপরে উঠে আসে।

Advertisement

এই দিন আন্তর্জাতিক বাজারগুলিতে সূচকের ওঠা-নামা মিলিয়ে মিশিয়ে ছিল। যেমন, এশিয়ার মধ্যে জাপানের নিক্কেই উঠলেও পতন হয়েছে হংকংয়ের হ্যাং সেং এবং সাংহাই কম্পোজিট শেয়ার সূচকের। আবার ইউরোপে প্যারিস এবং ফ্রাঙ্কফুটের শেয়ার সূচকের মুখ ছিল উপরের দিকে। পড়েছে লন্ডনের এফটিএসই শেয়ার সূচক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement