‘রামায়ণ’ ছবিতে রণবীর কপূর, সাঁই পল্লবী। ছবি: ফেসবুক।
এখনও বড়দিনের উদ্যাপন বাকি। তার আগেই আরবসাগর তীরে নতুন বছর নিয়ে জল্পনা শুরু। ২০২৫-এ যাঁরা চওড়া হাসি হাসলেন, ২০২৬ কি তাঁদের মুখে আরও একবার হাসি ফোটাবে? নতুন বছরের মুখই বা কারা হতে চলেছেন?
মায়ানগরীতে অবশ্য নতুন প্রতিভা, নতুন অভিনেতা, নতুন তারকার অভাব নেই। সারা দেশ থেকে অভিনেতা-পরিচালক-প্রযোজকেরা এখানে স্বপ্ন ফেরি করতে আসেন। যাঁরা সব সইতে পারেন তাঁরা থেকে যান। যদিও শেষমুহূর্ত পর্যন্ত লড়ে যান প্রায় সবাই।
যেমন, রণবীর কপূর। ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয়ের সুবাদে পর্দায় যিনি প্রায় রক্তস্নান সেরেছেন, তিনিই ২০২৬-এ আসছেন ‘শ্রীরামচন্দ্র’ অবতারে। গুঞ্জন, ‘রামায়ণ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে অভিনেতা নাকি মদ-মাংস ছেড়েছেন! বিপরীতে দেখা যাবে সাঁই পল্লবীকে। এঁদের জুটি কি বাকি সব জুটিকে টপকে যেতে পারবে?
অনুরাগ বসুর নতুন ছবির নতুন জুটি কার্তিক আরিয়ান-শ্রীলীলা। ছবি: সংগৃহীত।
এর পরেই যাঁদের পর্দায় দেখার জন্য এই প্রজন্ম মুখিয়ে তাঁরা কার্তিক আরিয়ান-শ্রীলীলা। ছবিমুক্তির আগে তাঁদের প্রেমের আখ্যান সবার মুখে মুখে ফিরেছে। অনুরাগ বসুর আগামী রোম্যান্টিক ছবিতে কার্তিক-শ্রীলীলা নায়ক-নায়িকা। তাঁদের প্রেমের গুঞ্জন, পর্দার প্রেম কতটা তুফান তুলবে তরুণ হৃদয়ে? অপেক্ষায় বলিউডও।
‘ভি. শান্তারাম’ ছবিতে তমন্না ভাটিয়া, সিদ্ধান্ত চতুর্বেদী। ছবি: সংগৃহীত।
তমন্না ভাটিয়া-সিদ্ধান্ত চতুর্বেদী। ভি. শান্তারামের জীবনীছবিতে জুটি বাঁধছেন। ইতিমধ্যেই পোস্টারে জ্বলজ্বল করছেন তমন্না-সিদ্ধান্ত। ছবিতে তমন্না জয়শ্রীর চরিত্রে অভিনয় করেছেন। ইনিই শান্তারামের একাধিক ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত। পরিচালনায় অভিজিৎ শিরীষ দেশপাণ্ডে। এঁরাই আপাতত ‘টক অফ দ্য টাউন’।
‘লাইকী লাইকা’ ছবিতে রাশা থডানী, অভয় বর্মা। ছবি: সংগৃহীত।
রবীনা টন্ডনের মেয়ে রাশা থডানী কি মায়ের মতোই জনপ্রিয়তা পাবেন? জবাব দেবে তাঁর নতুন বছরের নতুন ছবি ‘লাইকী লাইকা’তে। বিপরীতে অভয় বর্মা। ফ্যান্টম ফিল্মের প্রযোজনায় নতুন জুটির এই ছবি নাকি এখনকার কথা বলবে। এই প্রজন্মের প্রেম-সম্পর্ক, বিচ্ছেদ উঠে আসবে ছবিতে।
শানায়া কপূর-আদর্শ গৌরব জুটি বাঁধছেন ‘তু ইয়া ম্যায়’তে। ছবি: সংগৃহীত।
একই ভাবে শানায়া কপূর-আদর্শ গৌরবও বড়পর্দায় প্রথম জুটি বাঁধছেন ‘তু ইয়া ম্যায়’তে। বিজয় নাম্বিয়ার পরিচালিত প্রেম আর জীবনের লড়াইয়ে টালমাটাল জুটি কী ভাবে পর্দায় শেষপর্যন্ত নিজেদের সম্পর্ক, অস্তিত্ব, বজায় রাখবেন? ছবি সেই গল্প বলবে। ছবিমুক্তি প্রেমদিবসের আগের দিন, ১৩ ফেব্রুয়ারি।
এ ছাড়াও, বছরভর মুক্তি পাবে একগুচ্ছ ছবি। সেই সব ছবির মধ্যে থেকেই কি উঠে আসবেন ২০২৬-এর ‘বাজিগর’? তার জন্য আর কয়েকটা দিনের অপেক্ষামাত্র।