পুজোর পরেই রাজ্যে পা নয়া হোটেল গোষ্ঠীর

পুজোর পরেই কলকাতায় খুলতে চলেছে প্রথম ‘হলিডে ইন’ হোটেল। বিশ্ব জুড়ে ব্যবসা করা ব্রিটিশ হোটেল গোষ্ঠী ইন্টার-কন্টিনেন্টাল হোটেলসের অন্যতম ব্র্যান্ড।স্থানীয় জৈন গোষ্ঠীর হাত ধরে রাজ্যে পা রাখছে ইন্টার-কন্টিনেন্টাল। হোটেলগুলি তৈরি করবে জৈন রিয়্যালটি। প্রথমটি খুলছে রাজারহাটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৬
Share:

পুজোর পরেই কলকাতায় খুলতে চলেছে প্রথম ‘হলিডে ইন’ হোটেল। বিশ্ব জুড়ে ব্যবসা করা ব্রিটিশ হোটেল গোষ্ঠী ইন্টার-কন্টিনেন্টাল হোটেলসের অন্যতম ব্র্যান্ড।

Advertisement

স্থানীয় জৈন গোষ্ঠীর হাত ধরে রাজ্যে পা রাখছে ইন্টার-কন্টিনেন্টাল। হোটেলগুলি তৈরি করবে জৈন রিয়্যালটি। প্রথমটি খুলছে রাজারহাটে। পাশাপাশি, দুর্গাপুর ও শিলিগুড়িতেও হলিডে ইন তৈরি হচ্ছে বলে জানান জৈন গোষ্ঠীর অন্যতম কর্তা ঋষি জৈন। সব মিলিয়ে লগ্নি ৩০০ কোটিরও বেশি।

বিশ্বের ১০০টি দেশ জুড়ে ৪,৬০০টি হোটেল চালায় ইন্টার-কন্টিনেন্টাল। ঘরের সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম এই হোটেল গোষ্ঠী সম্প্রতি জানিয়েছে, ভারতে ব্যবসা বাড়ানোর দিকে নজর দিচ্ছে তারা। লক্ষ্য, আগামী ১০-১৫ বছরে এ দেশে ১৩৫টি হোটেল খোলা।

Advertisement

জৈন জানান, রাজারহাটে ১ লক্ষ বর্গ ফুট জায়গা জুড়ে তৈরি হলিডে ইন-এর দরজা খুলে যাচ্ছে এই নভেম্বরেই। পাঁচ তারা হোটেলটিতে থাকছে ১৩৭টি ঘর। আরও নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে মূলত কর্পোরেট দুনিয়ার দিকে নজর রেখেই। এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা।

হোটেল কর্তৃপক্ষের দাবি, কলকাতায় পাঁচ তারা হোটেলের চাহিদা যতটা, সেই তুলনায় তার সংখ্যা কম। যে কারণে প্রতিযোগিতার বাজারে একাধিক হোটেল ব্র্যান্ডের চুটিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে বলে মনে করেন জৈন।

দুর্গাপুর ও শিলিগুড়িতে হলিডে ইন চালু হতে অবশ্য আরও চার বছর গড়িয়ে যাবে বলে দাবি জৈন গোষ্ঠীর। দু’নম্বর জাতীয় সড়কের পাশে দুর্গাপুরের হোটেলটি তৈরি করতে ৭৫ কোটি টাকা লগ্নি করা হচ্ছে। ৮০ হাজার বর্গফুটের এই হোটেলে থাকছে ১০০টি ঘর। শিলিগুড়িতে লগ্নির অঙ্ক ১০০ কোটি। হোটেলে ঘর থাকবে ১১০টি। জৈন গোষ্ঠীর দাবি, শিলিগুড়িতে এটিই হবে প্রথম পাঁচ তারা হোটেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন