Drone Sighted at Jammu

জম্মু-কাশ্মীরে রাতের আকাশে ফের দেখা গেল ড্রোন! পাঁচ দিনে এই নিয়ে তৃতীয় বার

সন্ত্রাসবাদীরা ড্রোনের সাহায্যে অনেক সময় নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে অস্ত্র আদানপ্রদান করার স্বার্থেও ড্রোনের ব্যবহার করে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০১:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাঁচ দিনে তৃতীয় বার, ফের জম্মু ও কাশ্মীরে রাতের আকাশে দেখা গেল রহস্যজনক ড্রোন। বৃহস্পতিবার সন্ধ্যায় দু’টি ড্রোন দেখা যায়।

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, প্রথম ড্রোনটি নজরে আসে জম্মু সেক্টরে। দ্বিতীয় ড্রোনটি পুঞ্চ সেক্টরে উড়তে দেখা যায়। দু’টি ক্ষেত্রে ভারতীয় সেনা ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে।

সেনা‌ সূত্রে খবর, অনেক সময় পাকিস্তানি সেনা ভারতে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার জন্য ড্রোন ব্যবহার করে থাকে। এ ছাড়াও সন্ত্রাসবাদীরা ড্রোনের সাহায্যে অনেক সময় নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে অস্ত্র আদানপ্রদান করার স্বার্থেও ড্রোনের ব্যবহার করে থাকে। সম্প্রতি পঞ্জাবে ভারত-পাক সীমান্তে মাদক সরবরাহবহকারী ড্রোন নিরাপত্তাবাহিনী নিষ্ক্রিয় করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement