বাড়ি বিক্রি দশকের সর্বনিম্ন, ধাক্কা শহরে

নাইটফ্র্যাঙ্ক ইন্ডিয়ার সিএমডি শিশির বৈজলের বক্তব্য, আবাসন শিল্পকে ঘুরিয়ে দাঁড় করাতে দরকার সংস্থাগুলির এককালীন ঋণ পুনর্গঠন, খুচরো ঋণে মোরাটোরিয়াম বাড়ানো। 

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ০৪:২৮
Share:

প্রতীকী ছবি।

আশঙ্কা ছিলই। তাকে সত্যি প্রমাণ করে দেশের আটটি বড় শহরে মুখ থুবড়ে পড়ল বাড়ি বিক্রি। তার মধ্যে কলকাতাও রয়েছে।

Advertisement

আবাসন ক্ষেত্রের পরামর্শদাতা সংস্থা নাইটফ্র্যাঙ্কের রিপোর্টে জানানো হয়েছে, জানুয়ারি থেকে জুনে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, পুণে, হায়দরাবাদ এবং আমদাবাদে মোট ৫৯,৫৩৮টি আবাসন বিক্রি হয়েছে। যা গত ১০ বছরের সর্বনিম্ন এবং এক বছর আগের তুলনায় ৫৪% কম। ২০১৯ সালের প্রথমার্ধে ১.২৯ লক্ষ আবাসন বিক্রি হয়েছিল। কলকাতায় অবশ্য এ বছরের প্রথমার্ধে বিক্রি সঙ্কোচনের হার জাতীয় গড়ের তুলনায় কিছুটা কম, ৩৬%। ওই সময়ে শহরে ২৯৩৭টি বাড়ি বিক্রি হয়েছে। এক বছর আগে হয়েছিল ৪৫৮৮টি। জানুয়ারি-মার্চে দেশে বাড়ি বিক্রি কমেছে ২৭%। এপ্রিল-জুনে ৮৪%।

নাইটফ্র্যাঙ্ক ইন্ডিয়ার সিএমডি শিশির বৈজলের বক্তব্য, আবাসন শিল্পকে ঘুরিয়ে দাঁড় করাতে দরকার সংস্থাগুলির এককালীন ঋণ পুনর্গঠন, খুচরো ঋণে মোরাটোরিয়াম বাড়ানো।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন