Hotel

সম্ভাবনা প্রচুর, প্রয়োজন বাড়তি সুবিধার, পরিকাঠামো শিল্পের তকমা চাইল হোটেল

অগ্রগতির স্বার্থে সংস্কারের পক্ষেও সওয়াল করেছে হোটেল সংস্থাগুলির সংগঠন এইচএআই। সংগঠনের প্রেসিডেন্ট কে বি কাচরুর দাবি, ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে হোটেল ক্ষেত্রের অবদান রয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:৫১
Share:

—প্রতীকী চিত্র।

সম্ভাবনা প্রচুর। তবে তা বাস্তবায়িত করার জন্য সহজে পুঁজি সমেত বাড়তি কিছু সুযোগ-সুবিধা প্রয়োজন— এই যুক্তি তুলে ধরেই আসন্ন বাজেটে হোটেল ক্ষেত্রের জন্য ফের পরিকাঠামোর তকমা চাইল আতিথেয়তা শিল্প। সেই সঙ্গে এই ক্ষেত্রের অগ্রগতির স্বার্থে সংস্কারের পক্ষেও সওয়াল করেছে হোটেল সংস্থাগুলির সংগঠন এইচএআই। সংগঠনের প্রেসিডেন্ট কে বি কাচরুর দাবি, ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে হোটেল ক্ষেত্রের অবদান রয়েছে। তারা বিপুল বিদেশি মুদ্রার আয়ও করে। যে কারণে নীতিগত দিক দিয়েই সেগুলিকে দেশের পরিকাঠামো হিসেবে স্বীকৃতি এবং শিল্পের তকমা দেওয়া উচিত।

কাচরুর মতে, এই স্বীকৃতি পেলে হোটেলগুলির পুঁজি জোগাড়ের পথ সহজ হবে। মূলধনের অভাবে প্রকল্প থমকে যাওয়ার ঘটনাও কমবে। একই সঙ্গে ব্যবসার পরিবেশ সহজ করতে হোটেল তৈরির জন্য অনুমোদন, ছাড়পত্রের সংখ্যা এবং খরচ কমানোর দাবিও এইচএআই। কাচরুর বক্তব্য, বিদেশি মুদ্রা আয়ের ক্ষেত্রে ফের আনা হোক পুরষ্কার প্রকল্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন