—প্রতীকী চিত্র।
চূড়ান্ত অস্থির রুপোর বাজার। কলকাতায় কোনও দিন কেজিতে দাম ১৭,০০০ টাকা উঠছে। আবার মাঝে মধ্যেই নামছে ৭০০০-৮০০০ টাকা। বৃহস্পতিবার কমল ১০,২৫০ টাকা। খুচরো রুপো হল ২,৩৯,৫৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনা ১০০০ টাকা কমে হয়েছে ১,৩৬,৮০০ টাকা।
সোনা-রুপোর ব্যবসায়ী জে জে গোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেঢ়াবলছেন, ‘‘খুব বেশি রুপো কেনাবেচা করছেন আন্তর্জাতিক লেনদেনকারীরা। এই অস্থিরতা তারই ফল। তাঁরা বিক্রি করলে বাজারে জোগান বৃদ্ধি দাম কমাচ্ছে। কিনলে ঘটছে উল্টোটা। সোনার থেকেও এখন রুপোয় এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।’’ অজমেঢ়া-সহ সংশ্লিষ্ট মহলের অনেকেরই দাবি, এর কারণ সম্ভবত বাজারে রুপোর জোগানে ঘাটতি। অথচ শিল্পে এবং লগ্নির জন্য চাহিদা বাড়ছে। সোনা-রুপোর ব্যবসায়ীদের সংগঠন ডব্লিউবিবিএমজে-র সেক্রেটারি দীনেশ কাবরা বলেন, ‘‘সাধারণত লেনদেনের সংখ্যা ও লগ্নি সোনার থেকে রুপোয় কম। তাই কেউ বেশি বা কম কিনলে দর এমন ওঠানামা করে। হালে আমেরিকার শুল্ক নীতি ও বিশ্ব জুড়ে সমস্যার জন্য অনিশ্চয়তায় ওই কেনাবেচাই বেড়েছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে