Fire Accident

ধূলাগড়ের ট্রাক টার্মিনাসের কাছে তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড! ভস্মীভূত কয়েকটি লরি এবং বাসও

পুলিশ ও দমকল সূত্রে খবর, শুক্রবার রাত ৯টা নাগাদ বাগনানগামী একটি তেলের ট্যাঙ্কারে আচমকা আগুন লেগে যায়। কিছু ক্ষণের মধ্যেই ওই আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চারটি লরি ও একটি বাস সম্পুর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০০:২৯
Share:

একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগল সাঁকরাইলে। — নিজস্ব চিত্র।

জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার রাত ৯টা নাগাদ হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত ধূলাগড় মোড়ে ট্রাক টার্মিনাসের কাছে বাগনানগামী একটি তেলের ট্যাঙ্কারে প্রথমে আগুন লাগে। সেই তেল লিক করে আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়। ওই অবস্থায় ট্যাঙ্কারটি এগিয়ে যেতে থাকে। সেই সময় ওই রাস্তা দিয়ে লরি ও বাস যাচ্ছিল। ওই ট্যাঙ্কার থেকে চারটি লরি ও একটি বাসে আগুন ধরে যায় বলে খবর। আগুন দেখে আশপাশের মানুষজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ। পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিনও। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই ঘটনার জেরে সার্ভিস রোডে দীর্ঘ ক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে খবর, শুক্রবার রাত ৯টা নাগাদ বাগনানগামী একটি তেলের ট্যাঙ্কারে আচমকা আগুন লেগে যায়। কিছু ক্ষণের মধ্যেই ওই আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চারটি লরি ও একটি বাস সম্পুর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিন। কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে, কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয়েরা জানান, যে ভাবে পরপর গাড়ি জ্বলছিল ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়। তবে দমকল ঠিক সময়ে এসে আগুন নিভিয়ে দেয়। এই ঘটনার জেরে সার্ভিস রোডে দীর্ঘ ক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ভস্মীভূত বাস ও লরিগুলি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।

হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী বলেন, “তেলের ট্যাঙ্কার থেকে এই বিপত্তি। তবে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement