Threat to Governor CV Anand Bose

রাজ্যপাল বোসকে হুমকিবার্তা: ২৪ ঘণ্টার মধ্যে এক বৃদ্ধকে আটক করল পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে তাঁর ভূমিকা

হুমকিবার্তা পাওয়ার পরেই লোকভবনের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়। বৃহস্পতিবার মধ্যরাতে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক হয় রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষকর্তাদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ২৩:৩৬
Share:

রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফাইল চিত্র।

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় এক জনকে আটক করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, আটক হওয়া ব্যক্তির নাম সুব্রত দত্ত। তবে বছর আটষট্টির ওই বৃদ্ধ নিজে ইমেল করেছিলেন কি না, সে সম্পর্কে কিছু জানায়নি হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার রাতে হুমকি বার্তাটি নজরে আসে লোকভবনের আধিকারিকদের। ওই ইমেলে বলা হয়, রাজ্যপাল বোসকে ‘উড়িয়ে’ দেওয়া হবে। বার্তার বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গেই রাজ্যপালের নিরাপত্তা নতুন করে ঢেলে সাজার প্রক্রিয়া শুরু হয়। লোকভবনের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। বার্তাটি খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্ত‌। কে এই ইমেল পাঠালেন, নেপথ্যে কী উদ্দেশ্য— সব কিছুই খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরেই শুক্রবার সুব্রত নামের ওই বৃদ্ধকে আটক করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

হুমকিবার্তা পাওয়ার পরে শোরগোল শুরু হয়। লোকভবন সূত্রে জানানো হয়, রাজ্যপালের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ও‌ সিআরপিএফ যৌথ ভাবে কাজ করছে। লোকভবনের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়। বৃহস্পতিবার মধ্যরাতে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক হয় রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষকর্তাদের মধ্যে।

Advertisement

রাজ্যপাল বোস ‘জ়েড প্লাস’ ক‍্যাটেগরির নিরাপত্তা পান। তা সত্ত্বেও এই হুমকিবার্তা আসায় তাঁর নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়। তবে এ ধরনের হুমকিবার্তা পাওয়া নতুন ঘটনা নয়। আগেও একাধিক বার রাজ্যপালকে লক্ষ্য করে হুমকি এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement