Housing Industries

মোদীকে চিঠি আবাসনের

ক্রেডাইয়ের দাবি, নগদের অভাব, ফ্ল্যাট-বাড়ির তলানিতে ঠেকা চাহিদা ও কাঁচামাল জোগানের ক্ষেত্রে জোট বেঁধে দাম নিয়ন্ত্রণের সমস্যায় এই মুহূর্তে বিপর্যস্ত আবাসন শিল্প।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০১:৩৫
Share:

ফাইল চিত্র।

জমি হারানো শুরু হয়েছিল বছর দেড়েক ধরে চলা অর্থনীতির ঝিমুনিতে। ন্যূনতম চাহিদাটুকুও কেড়ে নিয়ে তার পরে হানা দিয়েছে করোনা। আবাসন শিল্পের সঙ্কট কাটাতে তাই অবিলম্বে ত্রাণ প্রকল্পের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে খোলা চিঠি পাঠাল তাদের সংগঠন ক্রেডাই।

Advertisement

ক্রেডাইয়ের দাবি, নগদের অভাব, ফ্ল্যাট-বাড়ির তলানিতে ঠেকা চাহিদা ও কাঁচামাল জোগানের ক্ষেত্রে জোট বেঁধে দাম নিয়ন্ত্রণের সমস্যায় এই মুহূর্তে বিপর্যস্ত আবাসন শিল্প। ২০০৮ সালের আর্থিক মন্দার থেকেও খারাপ পরিস্থিতি। তাই মোদীকে পাঠানো চিঠিতে মূলত টিকে থাকার রসদই চাওয়া হয়েছে সরকারের কাছে। যার মধ্যে আছে নগদের জোগান ও ফ্ল্যাট-বাড়ির চাহিদা ফিরিয়ে আনার জন্য সাতটি সুপারিশ। যেমন, ঋণের এককালীন পুনর্গঠন, বাড়তি ঋণ, গৃহঋণে সুদ কমানো, সুদে ভর্তুকি, করে ছাড় ইত্যাদি। দামি আবাসনেও জিএসটি ছাঁটার প্রস্তাব রয়েছে তাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন