Gold and Silver Price

নিজের রেকর্ড নিজেই ভেঙে রুপো পেরিয়ে গেল তিন লক্ষের গণ্ডি, দেড় লক্ষের দরজায় সোনা

ব্যবসায়ী মহলের দাবি, অভূতপূর্ব দ্রুত বেগে চড়ছে দর। খুচরো পাকা সোনা ছুঁয়েছে ১,৪৫,১৫০ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নজিরবিহীন ভাবে ছুটে চলেছে সোনা-রুপো। নতুন বছরের প্রথম মাস শেষ হওয়ার আগেই, সোমবার কলকাতার বাজারে জিএসটি ধরে দেড় লক্ষ টাকার আরও কাছে পৌঁছে গেল ১০ গ্রাম খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট) দাম। কেজি প্রতি রুপোও কর যোগ করে এই প্রথম পার করল তিন লক্ষ টাকার গণ্ডি। ব্যবসায়ী মহলের দাবি, অভূতপূর্ব দ্রুত বেগে চড়ছে দর। খুচরো পাকা সোনা ছুঁয়েছে ১,৪৫,১৫০ টাকা। আগের দিনের থেকে ২৩৫০ টাকা বেশি। জিএসটি ধরে ১,৪৯,৫০৪.৫০। খুচরো রুপো আগের দিনের থেকে ১৩,২০০ টাকা বেড়ে হয়েছে ২,৯৬,১৫০ টাকা। কর নিয়ে ৩,০৫,০৩৪.৫০ টাকা।

রাখালচন্দ্র দে জুয়েলার্সের ডিরেক্টর নবীনচন্দ্র বলেন, ‘‘এখন সোনা কিনতে ব্যাঙ্ক ঋণ দরকার। সরকার এই ব্যবস্থা চালু করলে মাসিক কিস্তি মারফত ঋণ শোধের (ইএমআই) সুবিধা নিতে পারবেন গয়নার ক্রেতা। আমাদেরও ব্যবসা চালাতে সুবিধা হবে।’’ তিনি জানান, এক বছরে সোনার দাম বেড়েছে ৮০%-৮৫%, রুপো ৩০০%।

সেনকো গোল্ডের ডিরেক্টর শুভঙ্কর সেন-এর দাবি, ‘‘দামকে সাধারণ ক্রেতার নাগালে রাখতে ৯ থেকে ১৮ ক্যারাটের সোনার গয়নাও তৈরি হচ্ছে। বহু মানুষ রুপো কিনছেন। তবে যাঁরা আগেই সোনা-রুপোর গয়না কিনে রেখেছেন, তাঁরা প্রচুর লাভ করছেন।’’ অঙ্কুরহাটি জেম অ্যান্ড জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানি মনে করেন, ‘‘আমেরিকার শুল্ক এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা কমলে দাম বৃদ্ধি স্বাভাবিক হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন