প্রতীকী ছবি।
পুজোর মুখে বিপুল বেতনবৃদ্ধির ঘোষণা। প্রতি মাসে মিলবে অতিরিক্ত ৩১ হাজার টাকা। এ বার ভারতীয় কর্মীদের এই সুখবর দিল দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাণকারী সংস্থা ‘হুন্ডাই মোটর’। বেতনবৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য বিমা সংক্রান্ত সুবিধাও পাবেন তাঁরা। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সংশোধিত বেতনকাঠামো চালু থাকবে বলে স্পষ্ট করেছে ‘হুন্ডাই’। ফলে উৎসবের মরসুমে তামিলনাড়ুর চেন্নাই কারখানার কর্মীদের মুখের হাসি যে চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য।
বুধবার, ১৭ সেপ্টেম্বর টানা তিনটি অর্থবর্ষের জন্য নতুন বেতন ব্যবস্থা চালু করার ব্যাপারে সম্মত হয় দক্ষিণ কোরিয়ার ওই বহুজাতিক গাড়ি নির্মাণকারী সংস্থা। ফলে গত বছরের ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন পাবেন চেন্নাই কারখানার কর্মীরা, যার অঙ্ক প্রতি মাসে ৩১ হাজার টাকা। পর পর তিনটি আর্থিক বছরে কর্মীদের ৫৫, ২৫ এবং ২০ শতাংশ অনুপাতে বর্ধিত বেতন দেওয়া হবে বলে স্পষ্ট করেছে ‘হুন্ডাই’।
বেতনবৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্প্রতি কর্মী সংগঠন ‘ইউনাইটেড ইউনিয়ন অফ হুন্ডাই এমপ্লয়িজ়’-এর সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়া গাড়ি নির্মাণ সংস্থার কর্তাব্যক্তিরা। সেখানে আলোচনার পর মজুরি সংক্রান্ত চুক্তিতে সই করে দু’পক্ষ। পরে এই ইস্যুতে গণমাধ্যমে বিবৃতি দেয় ‘হুন্ডাই’। বলে, ‘‘সংশোধিত বেতনকাঠামো ভারতে গাড়ি নির্মাণ শিল্পে নতুন মানদণ্ড তৈরি করবে। গত আর্থিক বছরের বর্ধিত বেতন কয়েক কিস্তিতে ক্ষতিপূরণ স্বরূপ পাবেন কর্মীরা।’’
তামিলনাড়ুর চেন্নাই কারখানার কর্মী সংগঠন ‘ইউনাইটেড ইউনিয়ন অফ হুন্ডাই এমপ্লয়িজ়’-এর জন্ম ২০১১ সালে। বর্তমানে এর সদস্যসংখ্যা ১,৯৮১ বলে জানা গিয়েছে। এদের ৯০ শতাংশ প্রযুক্তিবিদ। বাকিরা ‘হুন্ডাই’ কারখানার অন্য শাখায় কর্মরত রয়েছেন।
বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে ‘হুন্ডাই’-এর শেয়ারের দর। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর বাজার বন্ধ হলে দেখা যায় ২,৭১০ টাকায় ঘোরাফেরা করছে এর স্টক। গত এক মাসে সংশ্লিষ্ট সংস্থাটির শেয়ারের দাম প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ছ’মাসে বেড়েছে প্রায় ৭২ শতাংশ। কর্মীদের বেতনবৃদ্ধির ঘোষণার পর ‘হুন্ডাই’য়ের স্টকের রেকর্ড উত্থান হয়েছে বলে জানিয়েছে একাধিক ব্রোকারেজ ফার্ম।