আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি সুদ কমাল গৃহঋণে

অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী স্টেট ব্যাঙ্ক গৃহঋণে সুদ ছাঁটার পরের দিনই ময়দানে নামল আইসিআইসিআই ব্যাঙ্ক ও এইচডিএফসি। নতুন গৃহঋণ নেবেন যে-সমস্ত গ্রাহক, তাঁদের জন্য সুদ ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০২:৪৬
Share:

অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী স্টেট ব্যাঙ্ক গৃহঋণে সুদ ছাঁটার পরের দিনই ময়দানে নামল আইসিআইসিআই ব্যাঙ্ক ও এইচডিএফসি। নতুন গৃহঋণ নেবেন যে-সমস্ত গ্রাহক, তাঁদের জন্য সুদ ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিল তারা। গৃহঋণ সংস্থা এইচডিএফসি জানিয়েছে, মেয়েদের জন্য ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ হল ৯.১৫ শতাংশ। অন্যদের জন্য ৯.২০ শতাংশ। ৭৫ লক্ষ টাকার বেশি ঋণে মেয়েদের জন্য সুদ ৯.২৫ শতাংশ, অন্যদের জন্য ৯.৩০ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্কও সুদ ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। সুদের হারও একই রকম। সম্প্রতি ঋণে তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসেব করা সুদও (এমসিএলআর) ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তা ছাড়া, তাদের ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট যাঁদের রয়েছে, তাঁদের জন্য আনা হয়েছে সম্পত্তি বন্ধক রেখে ঋণ পাওয়া ও ওভারড্রাফ্টের বিশেষ সুবিধাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement