আক্রমণে ছাড় নেই বর্ষপূর্তির জিএসটিকে

রবিবার মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জিএসটি ‘সততার উৎসব’। এ নিয়েই সোমবার কেন্দ্রকে বিঁধলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। টুইটে তাঁর প্রশ্ন, জিএসটি ‘সততার উৎসব’ হলে, পাঁচ বছর কেন সেটি আটকে রেখেছিল বিজেপি? কেনই বা তার বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীরা মুখ খুলছেন না?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০২:০৪
Share:

পি চিদম্বরম। ফাইল চিত্র।

রবিবার মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জিএসটি ‘সততার উৎসব’। এ নিয়েই সোমবার কেন্দ্রকে বিঁধলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। টুইটে তাঁর প্রশ্ন, জিএসটি ‘সততার উৎসব’ হলে, পাঁচ বছর কেন সেটি আটকে রেখেছিল বিজেপি? কেনই বা তার বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীরা মুখ খুলছেন না?

Advertisement

আর ছ’দিন পরেই বছর ঘুরবে নতুন করটির। ১ জুলাই জিএসটি দিবস পালনের কথা জানিয়েওছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এখনও জিএসটিআর-২ এবং জিএসটিআর-৩ রিটার্ন ফর্ম দু’টি চালু না হওয়া নিয়েও তোপ দাগেন চিদম্বরম। প্রশ্ন তোলেন, আর কত দিন সাময়িক ভাবে আনা জিএসটিআর-৩বি ফর্ম চালু থাকবে? জিএসটিতে ব্যবসায়ীদের আগে মেটানো করের টাকা সময়ে ফেরত না-পাওয়া নিয়েও কেন্দ্রকে বেঁধেন প্রাক্তন অর্থমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement