Bangladeshi Fishermen Arrested

ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, দু’টি ট্রলারে থাকা বাংলাদেশের ৩৫ মৎস্যজীবীকে আটক করল উপকূলরক্ষী বাহিনী

উপকূলরক্ষী বাহিনীর একটি সূত্র মারফত জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর ‘এফবি রূপসী সুলতানা’ ও ‘এফবি সাবিনা’ নামের বাংলাদেশের দু’টি ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল। টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে ভারতের উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৫
Share:

ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে আটক দুই বাংলাদেশি ট্রলার। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগ। বাংলাদেশের দু’টি ট্রলার আটক করল ভারতের উপকূলরক্ষী বাহিনী। ওই দুই ট্রলারে থাকা বাংলাদেশের ৩৫ জন মৎস্যজীবীকে আটক করে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে। বুধবার তাঁদের গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। বৃহস্পতিবারই ওই মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করানো হবে।

Advertisement

উপকূলরক্ষী বাহিনীর একটি সূত্র মারফত জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর এফবি ‘রূপসী সুলতানা’ ও এফবি ‘সাবিনা’ নামের দু’টি ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল। টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের। পরে ট্রলার দু’টি আটক করে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তাঁরা বাংলাদেশের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।

তার পরেই ৩৫ জন মৎস্যজীবীকে আটক করে বুধবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। বুধবার বিকেলে ধৃত মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে আনা হয়। বৃহস্পতিবার বেলায় কাকদ্বীপ মহকুমা আদালতে তাঁদের হাজির করাবে পুলিশ।

Advertisement

সোমবার বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালিয়েছিল বাংলাদেশ নৌসেনার জাহাজ। তার পরেই ওই ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার সকালে ওই ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীকে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে আসা হয়। তবে ওই ট্রলারেই থাকা পাঁচ জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে নামখানার নারায়ণপুর ঘাটের কাছে ট্রলারটি টেনে আনার পরে উদ্ধার হয় দুই মৎস্যজীবী সঞ্জীব দাস (৫৬) ও রঞ্জন দাসের (৫০) দেহ। পুলিশ জানায়, সঞ্জীবের বাড়ি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরে। রঞ্জন ছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের দুবরাজপুর গ্রামের বাসিন্দা। এখনও নিখোঁজ তিন মৎস্যজীবী। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই এ বার ফের ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠল বাংলাদেশের দু’টি ট্রলারের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement