পূর্ব ভারতকে পাখির চোখ করে সিমেন্ট ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে ডালমিয়া ভারত গোষ্ঠী। ১১% হারে বাড়তে থাকা এই বাজারের দিকে তাকিয়ে ডালমিয়া-ডিএসপি নামে দামি সিমেন্ট আনছে তারা। অন্যতম কর্তা আমনদীপের দাবি, ‘‘বাজার ছাড়াও উৎপাদন কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গের আলাদা গুরুত্ব রয়েছে।’’