যুদ্ধের তাল ঠোকাঠুকি কমতেই চাঙ্গা বাজার

এ বার লগ্নিকারীদের সকলের চোখই মূল্যবৃদ্ধি ও শিল্পোৎপাদনের হারের সূচক কী দাঁড়ায়, তার দিকেই। আজ মঙ্গলবারই ওই দুই সূচক প্রকাশিত হবে। এর প্রভাব শেয়ার বাজারে পড়বে বলেই মনে করছেন লগ্নিকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০১
Share:

আগের দু’দিন শামুকের গতিতে বাড়ার পর সোমবার এক লাফে সেনসেক্স উঠল ১৯৪.৬৪ পয়েন্ট। পাশপাশি নিফ্‌টি ফের ঢুকে পড়েছে ১০ হাজারের ঘরে। বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়ায় ৩১,৮৮২.১৬ অঙ্কে। নিফ্‌টি ৭১.২৫ পয়েন্ট বেড়ে থিতু হয় ১০,০০৬.০৫ অঙ্কে।

Advertisement

বাজারের এই ঘুরে দাঁড়ানোর পিছনে আন্তর্জাতিক ক্ষেত্রে সামরিক উত্তেজনা কমা বড় ভূমিকা পালন করেছে বলে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। পাশাপাশি, গাড়ি বিক্রি বৃদ্ধি এবং যতটা মনে করা হয়েছিল, তার থেকে গাড়ির উপর সেসের হার কম বাড়াও সূচককে উপরের দিকে তুলতে বিশেষ সাহায্য করেছে বলে বাজার সূত্রের খবর।

এ বার লগ্নিকারীদের সকলের চোখই মূল্যবৃদ্ধি ও শিল্পোৎপাদনের হারের সূচক কী দাঁড়ায়, তার দিকেই। আজ মঙ্গলবারই ওই দুই সূচক প্রকাশিত হবে। এর প্রভাব শেয়ার বাজারে পড়বে বলেই মনে করছেন লগ্নিকারীরা।

Advertisement

উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার খবর শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে বাজার সূত্রের খবর। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে সামরিক উত্তেজনা কমলেও বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি কিন্তু টানা শেয়ার বিক্রি করে চলেছে। আগের দিনের লেনদেনে অর্থাৎ গত শুক্রবারই ওই সব সংস্থা ভারতের বাজারে শেয়ার বিক্রি করেছে ২৫৬.৪২ কোটি টাকার।

অবশ্য ওই সব সংস্থা শেয়ার বিক্রি করে করে চললেও বাজারের পতন রুখে দিতে বিশেষ সহায়ক হয়েছে মিউচুয়াল ফান্ড সহ ভারতীয় আর্থিক সংস্থাগুলির লগ্নি। ভারতীয় আর্থিক সংস্থাগুলি গত শুক্রবার শেয়ার কিনেছে ৪৮৭.৯৭ টাকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন