ফ্যাশন ডিজ়াইনিং পড়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।
পোশাকের বিষয় ‘নো কম্প্রোমাইজ়’। যতই কেউ বলুক এটা পরলে বেশ মানাবে, তবুও যতক্ষণ না নিজের ভাল লাগছে কোনও ভাবেই সে পোশাকে মাথা গলান না! শুধু নিজের ক্ষেত্রেই নয়, অন্যদেরও সাজিয়ে তুলতেও পছন্দ করেন। তাই স্কুল স্তর থেকেই ভেবে রেখেছেন ভবিষ্যতে ফ্যাশন ডিজ়াইনার হবেন। সে সব নিয়ে বেশ চিন্তায়! তা হলে রইল সুলুকসন্ধান।
যোগ্যতা
ফ্যাশন ডিজ়াইনিং-এর উপর বিভিন্ন ধরনের কোর্স হয়। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে স্নাতক পড়ার সুযোগ রয়েছে। কলা, বিজ্ঞান এবং বাণিজ্য তিনটি বিভাগের পড়ুয়ারাই পড়তে পারেন ফ্যাশন ডিজ়াইনিং। তবে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও বিশেষ কিছু দক্ষতা থাকতে হয়।
যেমন, ফ্যাশন ডিজ়াইনার হওয়ার জন্য ভাল সেলাই করতে জানতে হয়। খুব সূক্ষ্ম কাজের সেলাইয়ের কাজ জানা শিক্ষার্থীদের ফ্যাশন ডিজ়াইনিং পেশায় অনেক সাহায্য করতে পারে। ভাল আঁকা জানতে হয়। বিভিন্ন ধরনের নকশা তৈরি করা, সেগুলি আঁকা— এই দক্ষতা থাকা প্রয়োজন ফ্যাশন ডিজ়াইনারের।
ফ্যাশন ডিজ়াইনিং-এর উপর স্নাতক ছাড়াও বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সও হয়। প্রতিটি কোর্সের সময়সীমা ভিন্ন হয়। এক, দুই বা তিনবছরের কোর্স হয়। ভারতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনিং-এর উপর ইউজি, পিজি ডিগ্রি কোর্স করানো হয়। এই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ভারতের বিভিন্ন রাজ্যতেও রয়েছে—
এনআইএফটি, দিল্লি
এনআইএফটি, মুম্বই
এনআইএফটি, বেঙ্গালুরু
এনআইএফটি, চেন্নাই
এনআইএফটি, হায়দরাবাদ
এনআইএফটি, পাটনা
এনআইএফটি, কলকাতা
এনআইডি, আমদাবাদ
শিক্ষার্থীদের ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করার পর প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে শূন্যপদ এবং মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যায় এবং এই বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য কোনও নির্দিষ্ট বয়ঃসীমা নেই। তবে, স্নাতকোত্তর পড়ার জন্য এই বিষয়ে স্নাতক পাশ করতেই হয় শিক্ষার্থীদের।
কাজের সুযোগ
১) বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে, এমন বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন।
২) নিজস্ব ব্যবসা শুরু করা যায় ফ্যাশন ডিজ়াইনিং কোর্স করার পর।
৩) বহু তারকা এখন নিজস্ব ফ্যাশন ডিজ়াইনার রাখেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করেও কাজ শুরু করতে পারেন।
এ ছাড়া, টেক্সটাইল ডিজ়াইনার, ফ্যাশন মার্চেন্ডাইজ়ার, ফ্যাশন ইলাস্ট্রেটর, ব্র্যান্ড কনসাল্ট্যান্টের মতো পদেও কাজের সুযোগ থাকে।