‘পরীক্ষা পে চর্চা’র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হল। ছবি: সংগৃহীত।
‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৮ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের স্বার্থে শুরু করেছেন অনুষ্ঠানটি। এখানে যে কোনও পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক যোগ দিতে পারেন। পরীক্ষার সময় পড়ুয়াদের যাতে মানসিক স্বাস্থ্য ভাল থাকে, পরীক্ষার ব্যবস্থাপনা, পড়াশোনার পদ্ধতিতে তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রতি বছরই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয় অনুষ্ঠানটি। তার আগে যোগদানকারীদের নাম নথিভুক্ত করতে হয়। সমগ্র ২০২৬ সালে অনুষ্ঠানটিতে যোগদানের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন। ‘মাই গর্ভমেন্ট’ পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যায়।
‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে দেশের যে কোনও স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা রেজিস্ট্রেশন করতে পারবে। এ ছাড়াও স্বীকৃত স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের অভিভাবকেরা নাম নথিভুক্ত করতে পারবেন। তথ্য অনুযায়ী, প্রতি বছরই ‘পরীক্ষা পে চর্চা’য় যোগদানকারীর সংখ্যা বাড়ছে। ২০১৮ সালে প্রায় ২২ হাজার যোগদানকারী ছিলেন, আট বছরের মধ্যেই সে সংখ্যা কোটিতে পৌঁছেছে। শেষ বছর প্রায় ৩.৫৬ কোটি পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক রেজিস্ট্রেশন করেছিলেন।