রোটোম্যাক কর্তাকে চার্জশিট

কর ফাঁকির মামলায় রোটোম্যাক গোষ্ঠী এবং তার প্রোমোটারদের ৪টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৩
Share:

কর ফাঁকির মামলায় লখনউয়ে বিশেষ আদালতে রোটোম্যাক কর্ণধার বিক্রম কোঠারির বিরুদ্ধে ছ’টি চার্জশিট দাখিল করল আয়কর দফতর। আগেই ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৩,৬৯৫ কোটি টাকার ঋণ খেলাপ মামলায় কোঠারি ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে সিবিআই।

Advertisement

কর ফাঁকির মামলায় রোটোম্যাক গোষ্ঠী এবং তার প্রোমোটারদের ৪টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর। পাশাপাশি, ১০৬ কোটি টাকার বকেয়া কর উদ্ধারে উত্তরপ্রদেশে তাদের ১৪টি অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়।

কোঠারির বিরুদ্ধে অভিযোগ, ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েও আসল বা সুদ কোনওটাই শোধ করেননি তিনি ও তাঁর সংস্থা। এগুলি হল ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক।

Advertisement

এই ঘটনা সামনে আসার পরেই কোঠারি, তাঁর পরিবারের সদস্যদের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই। কালো টাকা লেনদেনের মামলা করেছে ইডি। তল্লাশি চালানো হয়েছে কানপুরের বাড়ি ও অফিসে। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে কোঠারি ও তাঁর ছেলেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন