নিয়োগ করুন শূন্য পদে, প্রধানমন্ত্রীকে আর্জি আয়কর দফতরের

প্রথমে স্বেচ্ছায় কালো টাকা ঘোষণা প্রকল্প। তার পরে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল। এই দু’য়ের জেরে আয়কর দফতরে কাজের চাপ কয়েক গুণ বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট অফিসারদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:০০
Share:

প্রথমে স্বেচ্ছায় কালো টাকা ঘোষণা প্রকল্প। তার পরে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল। এই দু’য়ের জেরে আয়কর দফতরে কাজের চাপ কয়েক গুণ বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট অফিসারদের। এ জন্য অফিসার ও অন্য শূ্ন্য পদে নিয়োগের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে ইনকাম ট্যাক্স গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ভট্টাচার্য জানান, বড় নোট বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সুপারিশ তাঁরা করেছেন। যেমন: বেনামে কেউ কালো টাকা ব্যাঙ্কে জমা দিয়েছে কি না, তা দেখতে কড়া ব্যবস্থা নেওয়া। সন্দেহ হলে ওই টাকা যাতে অন্যত্র স্থানান্তরিত করা না-যায়, সে ব্যবস্থা করা। এ ছাড়া সোনা-সহ দামি ধাতু কেনাবেচায় নগদের ব্যবহার আপাতত বন্ধ করা ইত্যাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement