কলকাতার বুকে ঝুমুর, পটের গানের সুর, বাংলার হস্তশিল্পে সেজেছে ‘গ্রামকৃষ্টি উৎসব’
কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘গ্রামকৃষ্টি উৎসব’। পশ্চিমবঙ্গের নানা জেলার শিল্পীদের হাতের কাজকে শহরের বুকে তুলে এনেছে এই মেলা।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫
Share:
Advertisement
মেদিনীপুরের পট থেকে পুরুলিয়ার লোকগান, নকশি কাঁথা থেকে গয়না বড়ি সবই মিলবে এই মেলায়। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘গ্রামকৃষ্টি উৎসব’। শহুরে জীবনের ফাঁকে গ্রামীণ শিল্পের স্বাদ পেতে টুক করে ঘুরে আসতেই পারেন এই মেলা থেকে।