income tax

যৌথ সম্পত্তি থাকলেও ‘সহজ’ ফর্ম

‘সুগম’ ফর্ম হল হিন্দু যৌথ পরিবার বা ব্যক্তি বা ছোট ব্যবসায়ী সংস্থার জন্য, যাদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম এবং আয়ের কোনও অডিট করাতে হয় না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৫:৩৪
Share:

আয়কর ভবন। প্রতীকী চিত্র।

গত সপ্তাহেই আয়কর দফতর জানিয়েছিল, যৌথ সম্পত্তি থাকলে আইটিআর-১ (সহজ) বা আইটিআর-৪ (সুগম) ফর্মে আর রিটার্ন দাখিল করা যাবে না। কিন্তু বৃহস্পতিবার সেই সিদ্ধান্তই প্রত্যাহার করা হয়েছে। আয়করদাতাদের সুবিধার কথা ভেবেই আপাতত ওই পথে হাঁটা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর।

Advertisement

এর আগে আয়কর দফতর নির্দেশ জারি করেছিল, যৌথ মালিকানায় বাড়ি বা স্থাবর সম্পত্তি থাকলে ২০২০-২১ হিসেববর্ষের জন্য ‘সহজ’ বা ‘সুগম’ ফর্মে রিটার্ন ফাইল করা যাবে না। যে সমস্ত সাধারণ চাকরিজীবী বা পেনশনভোগীর বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম তাঁরা ‘সহজ’ ফর্মে রিটার্ন দাখিল করতে পারেন। ‘সুগম’ ফর্ম হল হিন্দু যৌথ পরিবার বা ব্যক্তি বা ছোট ব্যবসায়ী সংস্থার জন্য, যাদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম এবং আয়ের কোনও অডিট করাতে হয় না। আয়কর দফতরের ওই সিদ্ধান্তে অভিযোগ ওঠে, এর ফলে অনেক সাধারণ চাকরিজীবীকেও বিস্তারিত আয়কর রিটার্ন জমা দিতে হবে।

আয়কর দফতর আরও জানিয়েছিল, বছরে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটির বেশি টাকা জমা করেছেন, বিদ্যুতের বিলের জন্য ১ লক্ষের বেশি খরচ হয়েছে বা বিদেশ সফরে ২ লক্ষ টাকার বেশি খরচ করেছেন, তাঁদের করযোগ্য আয় না থাকলেও ‘সহজ’ ফর্ম ব্যবহার করতে পারবেন না। ‘সুগম’ ব্যবহার করতে হবে। এ দিন সেই সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে। তাঁরাও আগের মতো ‘সহজ’ ফর্মই ব্যবহার করবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন