৭ থেকে ৮ শতাংশেই এখন অচ্ছে দিনের স্বপ্ন ফেরি

বিরোধী থেকে অর্থনীতিবিদ— সকলেই বলছেন, বৃদ্ধি নাগাড়ে ৭-৮ শতাংশে ধরে রাখা মন্দ নয়। কিন্তু গত লোকসভা ভোটের আগে ৭% হারকে তেমন নম্বর দিতেন না মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০৩:১৫
Share:

ফাইল ছবি।

দিল্লির তখ্‌ত দখলের আগে ৭-৮ শতাংশ বৃদ্ধির হার ছোঁয়াকে নেহাতই জলভাত বলে দাবি করতেন নরেন্দ্র মোদী। আর মসনদে প্রায় সাড়ে তিন বছর কাটানোর পরে এখন ওই হার ছুঁতে পারাকেই কৃতিত্ব বলে মনে করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি!

Advertisement

বৃহস্পতিবার দিল্লির এক অনুষ্ঠানে জেটলি বলেন, ইতিহাসে প্রথম টানা তিন বছর দ্রুততম বৃদ্ধির দেশের তকমা হাসিল করেছে ভারত। এখন অর্থনীতি যে-পোক্ত ভিতে দাঁড়িয়ে, তাতে ভবিষ্যতে ৭-৮ শতাংশ বৃদ্ধির কক্ষপথে থাকাই স্বাভাবিক হবে তার পক্ষে। অর্থনীতি ধাক্কা খেলেও চট করে তা ৭ শতাংশের নীচে নামা শক্ত। এই পথে হাঁটলে, মাঝারি আয়ের দেশ হয়ে ওঠা অসম্ভব তো নয়ই, স্বপ্ন দেখা যায় উন্নত দুনিয়ায় সামিল হওয়ারও। তবে সে জন্য দু’দশকে পরিকাঠামোয় বিপুল লগ্নি জরুরি।

বিরোধী থেকে অর্থনীতিবিদ— সকলেই বলছেন, বৃদ্ধি নাগাড়ে ৭-৮ শতাংশে ধরে রাখা মন্দ নয়। কিন্তু গত লোকসভা ভোটের আগে ৭% হারকে তেমন নম্বর দিতেন না মোদী। প্রচারে বলতেন, অর্থনীতি সম্ভাবনায় এতটাই টইটম্বুর, যে তাতে ৮% বৃদ্ধি হেসেখেলে হওয়া উচিত। তা হচ্ছে না মূলত ইউপিএ সরকারের ‘নীতিপঙ্গুত্ব ও অপদার্থতা’র কারণে। তখন ৯-১০ শতাংশ বৃদ্ধি ছোঁয়ার স্বপ্নও ফেরি করেন তিনি। তাই তাঁদের প্রশ্ন, এখন সেই ৭-৮ শতাংশকেই এত বড় সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে কেন? কেনই বা তার জন্যও পরিকাঠামোয় বিপুল লগ্নির ‘শর্ত’ জুড়তে হচ্ছে?

Advertisement

অনেকে বলছেন, যে-মনমোহন সিংহের জমানা নিয়ে বিজেপির এত কটাক্ষ, তার বড় সময় জুড়ে বৃদ্ধি ছিল ৭ শতাংশের উপরে। ২০০৪-’০৫ থেকে ২০০৬-’০৭ অর্থবর্ষের মধ্যে তা এমনকী ঘোরাফেরা করেছে ৮ থেকে ৯.৫ শতাংশের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement