India Lockdown

বিদ্যুৎ চাহিদা কমেছে ২৫% 

২৪ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিদ্যুতের চাহিদা কার্যত তলানিতে এসে ঠেকেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ০৬:৪৩
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের কারণে স্কুল, কলেজ, অফিসের পাশাপাশি অধিকাংশ কলকারখানাও বন্ধ থাকায় দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা কমেই চলেছে। বৃহস্পতিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২৫% কমে ১২৫.৮১ মেগাওয়াটে এসে দাঁড়ায়। গত বছর ওই একই দিনের তুলনায় চাহিদা কমেছে ৪৩ গিগাওয়াট। যেখানে মার্চে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬৮.৭ গিগাওয়াট।

Advertisement

২৪ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিদ্যুতের চাহিদা কার্যত তলানিতে এসে ঠেকেছে। ২৫ মার্চ চাহিদা কমে দাঁড়ায় ১২৭.৯৬ গিগাওয়াট। তার পর থেকে চাহিদার অঙ্ক ধাপে ধাপে কমেছে। ২৬ মার্চ চাহিদা ১২০.৩১ গিগাওয়াট থেকে ২৭ মার্চ ১১৫.২৩ গিগাওয়াট নামে। ১ এপ্রিল সামান্য বেড়ে দাঁড়ায় ১২৩.৩০ গিগাওয়াটে। গত কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়ায় সামান্য চাহিদা বাড়লেও, সামগ্রিক ভাবে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা নীচের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন