RBI New Rule on Cheque

জমা দেওয়ার পর ১-২দিন অপেক্ষার দিন শেষ, লক্ষ্মীপুজোর মুখে চেক ভাঙানোর নিয়মে বদলাল আরবিআই

আর চেক ভাঙাতে এক থেকে দু’দিন অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। এই নিয়ম পুরোপুরি পাল্টে ফেলল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কবে থেকে মিলবে সুবিধা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৬:০৬
Share:

প্রতীকী ছবি।

আর ২৪ থেকে ৪৮ ঘণ্টার অপেক্ষার নয়। উৎসবের মধ্যেই চেক ভাঙানোর নিয়মে বড় বদল করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ফলে এ বার থেকে প্রায় সঙ্গে সঙ্গে চেকের টাকা অ্যাকাউন্টে পাবেন গ্রাহক। লক্ষ্মীপুজোর মুখে ৪ অক্টোবর থেকে যা চালু হচ্ছে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি। উল্লেখ্য, ব্যবহারকারীদের সুবিদার্থে চেক ভাঙানোর জটিল নিয়মের সংস্কার শুরু করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। দুই ধাপে যা শেষ হবে বলে জানা গিয়েছে।

Advertisement

রিজ়ার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার থেকে চেক জমা করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাঙিয়ে ফেলতে পারবেন গ্রাহক। সকাল ১০ থেকে বিকেল ৪টে পর্যন্ত এই পরিষেবা দেবে দেশের যাবতীয় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। নতুন নিয়মে চেকের ফিক্সড ব্যাচ নম্বর মেলানোর বদলে সেগুলিকে স্ক্যান করবেন কর্তব্যরত ব্যাঙ্ককর্মীরা। প্রতারণা ঠেকানোর জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে বলে স্পষ্ট করেছে আরবিআই।

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নিয়ম সমস্ত সিটিএস সক্ষম চেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে চেক ইস্যু করার নিয়মে কোনও বদল করা হচ্ছে না। সংশ্লিষ্ট ব্যাঙ্ক চেকের ছবি বা এমআইসিআর তথ্য স্ক্যান করে তা ক্লিয়ারিং হাউসে পাঠিয়ে দেবে। সেখানে রিয়েল টাইমে যাবতীয় তথ্য যাচাই করে ফের তা অর্থ প্রদানকারী ব্যাঙ্কের শাখায় ফেরত আসবে। এর পর কর্তব্যরত ব্যাঙ্ককর্মীকে ইতিবাচক বা নেতিবাচক সম্মতি দিতে হবে। সঙ্গে সঙ্গে ওই চেকের অর্থ চলে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে। যে কোনও কর্মদিবসের সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

Advertisement

সূত্রের খবর, চেক ভাঙানোকে আরও সহজ করতে আগামী বছরের ৩ জানুয়ারি থেকে টি প্লাস ৩ ক্লিয়ারেন্স নীতি চালু করার পরিকল্পনা করছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এতে সকাল ১০ থেকে ১১টার মধ্যে জমা হওয়া যাবতীয় চেকের অর্থ দুপুর ২টোর মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অনিশ্চিত চেকগুলির ব্যাপারে অবশ্য পরে সিদ্ধান্ত নেবে ব্যাঙ্ক ও ক্লিয়ারেন্স হাউস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement