ছয় দেশের ইস্পাত পণ্যে শাস্তি-শুল্ক চাপাল ভারত

চিন, দক্ষিণ কোরিয়া-সহ ছ’টি দেশ থেকে ভারতে ঢোকা হট রোলড জাতীয় ইস্পাত পণ্যে যে শাস্তি-শুল্ক বসতে চলেছে, সে কথা ক’দিন আগেই জানিয়েছিল কেন্দ্র। অবশেষে মঙ্গলবার বসানো হল সেই শুল্ক। অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব দফতর জানিয়েছে, এর পরিমাণ টন পিছু ৪৭৪ থেকে ৫৫৭ ডলার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০৩:২৮
Share:

চিন, দক্ষিণ কোরিয়া-সহ ছ’টি দেশ থেকে ভারতে ঢোকা হট রোলড জাতীয় ইস্পাত পণ্যে যে শাস্তি-শুল্ক বসতে চলেছে, সে কথা ক’দিন আগেই জানিয়েছিল কেন্দ্র। অবশেষে মঙ্গলবার বসানো হল সেই শুল্ক। অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব দফতর জানিয়েছে, এর পরিমাণ টন পিছু ৪৭৪ থেকে ৫৫৭ ডলার। কেন্দ্রের দাবি, দেশীয় ইস্পাত শিল্পকে সস্তার রফতানি পণ্যের হাত থেকে বাঁচাতেই এই উদ্যোগ। রাজস্ব দফতর জানিয়েছে শাস্তি-শুল্ক কার্যকর থাকবে ছ’মাস। এবং তা মেটাতে হবে ভারতীয় মুদ্রায়।

Advertisement

এসার স্টিল ইন্ডিয়া, সেল, জেএসডব্লিউ স্টিলের মতো ইস্পাত সংস্থাগুলির অভিযোগ, কম দামের কিছু ইস্পাত পণ্য পাঠিয়ে তাদের মেরুদণ্ড ভাঙার চেষ্টা চালাচ্ছে চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার বিভিন্ন সংস্থা। শাস্তিমূলক শুল্ক সংক্রান্ত ডিরেক্টরেট জেনারেল-ও তদন্ত করে দেখেছে, বাজার ছেয়ে যাওয়া ওই পণ্যগুলি সাধারণ বাজার দরের তুলনায় অনেক কম দামে বিকোচ্ছে ভারতে। তার পরেই এই শুল্ক বসানোর সুপারিশ করে তারা।

এ দিকে, ডাই ও রবার ক্ষেত্রে ব্যবহারের জন্য চিন থেকে রফতানি হওয়া রাসায়নিক পদার্থ সোডিয়াম নাইট্রেট-এ শাস্তি-শুল্কের মেয়াদ এ দিন এক বছর বাড়িয়েছে কেন্দ্র। ২০১৪ সালে তা বসানো হয়েছিল। যার পরিমাণ টনে ১৩৫.৮৩ ডলার। শাস্তি-শুল্কের মেয়াদ বাড়ানো হয়েছে চিন থেকে আসা নির্দিষ্ট রবার রাসায়নিকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement