চিনকে পিছনে ফেলে বৃদ্ধিতে দ্রুততম ভারত

তবে এ সবের পরেও গত অর্থবর্ষে ৭% বৃদ্ধির কক্ষপথে পৌঁছতে পারেনি ভারত। ২০১৭-১৮ আর্থিক বছরে তা থমকে গেল ৬.৭ শতাংশে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০২:২৬
Share:

চিনকে অনেক পিছনে ফেলে দ্রুততম বৃদ্ধির দেশের তকমা ফের ছিনিয়ে নিল ভারত। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) বৃদ্ধির হার পৌঁছল ৭.৭ শতাংশে। চোখে পড়ার মতো উন্নতি কৃষি (৪.৫%), কল-কারখানায় উৎপাদন (৯.১%) ও নির্মাণ শিল্পে (১১.৫%)।

Advertisement

তবে এ সবের পরেও গত অর্থবর্ষে ৭% বৃদ্ধির কক্ষপথে পৌঁছতে পারেনি ভারত। ২০১৭-১৮ আর্থিক বছরে তা থমকে গেল ৬.৭ শতাংশে।

বিশেষজ্ঞদের অনেকে বলছেন, চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধির নিরিখে ভারত চিনকে (৬.৮%) পিছনে ফেলেছে ঠিকই। কিন্তু ছুঁতে পারেনি নিজেদের আগের অর্থবর্ষের বৃদ্ধিকেও (৭.১%)।

Advertisement

২০১৬ সালের নভেম্বরে নোটবন্দি ঘোষণার পরে ধাক্কা খেয়েছিল বৃদ্ধি। বিশেষত তার পরের দুই ত্রৈমাসিকে। তার পর থেকে সেই প্রভাব কাটিয়ে তা ঘুরে দাঁড়িয়েছে ক্রমশ। যা দেখে অনেকে বলছেন, এ তো মসৃণ ভাবে চলা কোনও গাড়ির ইঞ্জিন বিগড়ে ফের তাকে চালু করার সমিল।

নোটবন্দির আগের ত্রৈমাসিকে বৃদ্ধি ছিল ৭.৪%। এ বার ৭.৭%। পুরো অর্থবর্ষে ৭ শতাংশের কম। তা-ও বিপুল সরকারি ব্যয়ের পরে। রাজকোষ ঘাটতি সামান্য বেশি হলেও, তা মেনে নিয়ে (৩.৫৩%)। নোটবন্দির পরে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, আর্থিক বছরে ৭.৫ শতাংশে পৌঁছবে বৃদ্ধির হার। সেই ‘অচ্ছে দিন’ও রইল অধরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন