Crude Oil

২০২২ সালের পর সর্বোচ্চ! আমেরিকা থেকে অশোধিত তেলের আমদানি উল্লেখযোগ্য ভাবে বাড়াল ভারত

কেপলারের রিপোর্ট, ২৭ অক্টোবর পর্যন্ত সে দেশ থেকে দৈনিক ৫.৪ লক্ষ ব্যারেল তেল আমদানি করা হয়েছে। যা ২০২২ সালের পরে সর্বোচ্চ। মাসের শেষে তা ৫.৭৫ লক্ষ ব্যারেলে পৌঁছে যেতে পারে।

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ০৭:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

অক্টোবরে আমেরিকা থেকে অশোধিত তেলের আমদানি উল্লেখযোগ্য ভাবে বাড়াল ভারত। জ্বালানি ক্ষেত্রের তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের রিপোর্ট, ২৭ অক্টোবর পর্যন্ত সে দেশ থেকে দৈনিক ৫.৪ লক্ষ ব্যারেল তেল আমদানি করা হয়েছে। যা ২০২২ সালের পরে সর্বোচ্চ। মাসের শেষে তা ৫.৭৫ লক্ষ ব্যারেলে পৌঁছে যেতে পারে। বিশ্ব বাজারে আমেরিকার ডব্লিউটিআই তেলের দাম কমলেও, একে শুল্ক যুদ্ধ স্তিমিত করার চেষ্টা হিসেবেও দেখতে চাইছে সংশ্লিষ্ট মহল। এ মাসেও রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী। যদিও সোমবার ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, ওই দেশের দুই সংস্থার উপরে আমেরিকার চাপানো নিষেধাজ্ঞা যথাযথ ভাবে মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন