আইএমএফে ভারতীয় বংশোদ্ভূত

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) অল্টারনেট এগ্‌জিকিউটিভ ডিরেক্টর পদে যোগ দিলেন ভারতীয় বংশোদ্ভূত স্বাধীন লগ্নিকারী সুনীল সবরওয়াল। ২০১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবার তাঁকে ওই পদে মনোনীত করেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০২:২৮
Share:

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) অল্টারনেট এগ্‌জিকিউটিভ ডিরেক্টর পদে যোগ দিলেন ভারতীয় বংশোদ্ভূত স্বাধীন লগ্নিকারী সুনীল সবরওয়াল। ২০১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবার তাঁকে ওই পদে মনোনীত করেন। তার ফের পরের বছরও মনোনয়ন পান তিনি। কিন্তু তখন মার্কিন সেনেটের সায় মেলেনি। শেষ পর্যন্ত তাঁর নিয়োগে সেনেট অনুমোদন দেওয়ার পরই সম্প্রতি তিনি ওই পদে যোগ দিয়েছেন। একদা ইউপোরীয় ই-কমার্স পেমেন্ট পরিষেবা সংস্থা ওগনের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন সবরওয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন