—প্রতিনিধিত্বমূলক ছবি।
মোবাইল ফোন তৈরির সংস্থাগুলি দেশে উৎপাদন বাড়ানোর জন্য তাকিয়ে রয়েছে আসন্ন সাধারণ বাজেটের দিকে। তাদের বার্তা, বিভিন্ন যন্ত্রাংশে কর ছাড় জরুরি। সরকার সেই সুবিধা দিলে পণ্য তৈরির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে অন্যান্য দিক থেকেও উৎপাদনে জোর দেওয়া উচিত বলে মনে করছে তারা।
মোবাইল নির্মাতাদের সংগঠন ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন বা আইসিইএ তাদের বাজেট প্রত্যাশায় জানিয়েছে—
আইসিইএ-র দাবি, চলতি অর্থবর্ষের শেষে দেশে মোবাইল ও তার যন্ত্রাংশ উৎপাদনের অঙ্ক পেরোতে পারে ৬.৭৬ লক্ষ কোটি টাকার গণ্ডি। তার মধ্যে রফতানির অঙ্ক ২.৭ লক্ষ কোটি হতে পারে। এই পরিস্থিতিতে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। উল্লেখ্য, অ্যাপল, স্যামসাং, ভিভো, ওপো, ওয়ান প্লাসের মতো সব মোবাইল সংস্থাই এই সংগঠনের সদস্য।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে