Tax Exemption on Mobile Parts

শুল্কে ছাড়ের দাবি, বাজেটে চোখ দেশি মোবাইল তৈরি সংস্থার

ফোন তৈরির যন্ত্রাংশে শুল্ক শূন্য নামলে বিদেশ থেকে আমদানির খরচ কম পড়বে। আর বিদেশি যন্ত্রাংশে যা কাজ হয়, এখনও পর্যন্ত তা দেশে তৈরি যন্ত্রাংশে করা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:৩১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মোবাইল ফোন তৈরির সংস্থাগুলি দেশে উৎপাদন বাড়ানোর জন্য তাকিয়ে রয়েছে আসন্ন সাধারণ বাজেটের দিকে। তাদের বার্তা, বিভিন্ন যন্ত্রাংশে কর ছাড় জরুরি। সরকার সেই সুবিধা দিলে পণ্য তৈরির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে অন্যান্য দিক থেকেও উৎপাদনে জোর দেওয়া উচিত বলে মনে করছে তারা।

মোবাইল নির্মাতাদের সংগঠন ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন বা আইসিইএ তাদের বাজেট প্রত্যাশায় জানিয়েছে—

  • মোবাইল, চার্জার, ব্যাটারির যন্ত্রাংশে আমদানি শুল্ক কমানো হোক। এখন তা ৭%-২০%। সার্কিট বোর্ড, মাইক্রোফোন, কানেক্টর্স-এর মতো পণ্যে শুল্কের হার চড়া হলে, ভারতে তৈরি ফোন বিশ্ব বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
  • বহু ক্ষেত্রে যন্ত্রাংশের আমদানি শুল্ক সেগুলি জুড়ে তৈরি হওয়া মূল্য পণ্যের থেকে বেশি। এটা কাম্য নয়।
  • ফোন তৈরির যন্ত্রাংশে শুল্ক শূন্য নামলে বিদেশ থেকে আমদানির খরচ কম পড়বে। আর বিদেশি যন্ত্রাংশে যা কাজ হয়, এখনও পর্যন্ত তা দেশে তৈরি যন্ত্রাংশে করা সম্ভব নয়।
  • দেশে ব্যাটারি তৈরির ক্ষেত্রে আরও সুবিধা দেওয়া হোক। না হলে আমদানি নির্ভরতা কমবে না।

আইসিইএ-র দাবি, চলতি অর্থবর্ষের শেষে দেশে মোবাইল ও তার যন্ত্রাংশ উৎপাদনের অঙ্ক পেরোতে পারে ৬.৭৬ লক্ষ কোটি টাকার গণ্ডি। তার মধ্যে রফতানির অঙ্ক ২.৭ লক্ষ কোটি হতে পারে। এই পরিস্থিতিতে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। উল্লেখ্য, অ্যাপল, স্যামসাং, ভিভো, ওপো, ওয়ান প্লাসের মতো সব মোবাইল সংস্থাই এই সংগঠনের সদস্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন