মোটে দু’হাজার নিট কাজ জোগাল কারখানা

বছরে এক কোটি নতুন চাকরি তৈরিতে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি পূরণ এখনও বহু দূর। তবে কর্মসংস্থান নিয়ে শ্রমিক ব্যুরোর ত্রৈমাসিক সমীক্ষায় শেষ পর্যন্ত সামান্য আলোর সন্ধান পেল মোদী সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০১:৪৯
Share:

তিন মাসে কারখানায় গিয়েছিল ৮৭ হাজার চাকরি। পরের তিন মাসে ৮৯ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে সেখানে। অর্থাৎ ছ’মাসে মাত্র নিট ২০০০ নতুন কাজ জুগিয়েছে কারখানা। আবার নির্মাণ শিল্পেও ২৪ হাজার চাকরি কমেছে। অন্যান্য ক্ষেত্রে নতুন চাকরি হলেও, তার গতি বেশ শ্লথ।

Advertisement

বছরে এক কোটি নতুন চাকরি তৈরিতে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি পূরণ এখনও বহু দূর। তবে কর্মসংস্থান নিয়ে শ্রমিক ব্যুরোর ত্রৈমাসিক সমীক্ষায় শেষ পর্যন্ত সামান্য আলোর সন্ধান পেল মোদী সরকার। গত জুলাই থেকে সেপ্টেম্বরের সমীক্ষা বলছে, ওই তিন মাসে নতুন ১ লক্ষ ৩৬ হাজার নতুন চাকরি তৈরি হয়েছে। যার মধ্যে কারখানা উৎপাদন ক্ষেত্রে ৮৯ হাজার নতুন চাকরি তৈরি হয়েছে।

যদিও তাতে আখেরে কত লাভ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ওই বছরেরই এপ্রিল থেকে জুনে কল-কারখানায় ৮৭ হাজার চাকরি গিয়েছিল। জুলাই-সেপ্টেম্বরে নির্মাণেও ২৪ হাজার চাকরি কমেছে। শ্রম মন্ত্রক অবশ্য মরসুমি কারণ, আবাসনের কাজ শেষ হয়ে যাওয়ার যুক্তি দিয়েছে।

Advertisement

১ কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণ না হলেও, মোদী সরকারের কাছে তিন মাসে ১.৩৬ লক্ষ নতুন চাকরিই বড়াই করে বলার মতো বিষয়। কারণ ২০১৭-র এপ্রিল থেকে জুনে মাত্র ৬৪ হাজার কাজ তৈরি হয়েছিল। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল মাত্র ৩২ হাজার। এরপরেই নভেম্বরে নোট বাতিলের ধাক্কায় বহু ছোট-মাঝারি শিল্প বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি হারানোর অভিযোগ ওঠে।

জুলাই-সেপ্টেম্বরে ৮ গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ৭টিতেই কর্মসংস্থান বেড়েছে। ব্যতিক্রম নির্মাণ শিল্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন