—প্রতীকী চিত্র।
মঙ্গলবারই লোকসভায় বিমা বিল পাশ হয়েছিল। আর বুধবার তা পাশ হল রাজ্যসভায়। এর ফলে দেশের বিমা ক্ষেত্রে ১০০% প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) রাস্তা খুলতে চলেছে। এখন যা ৭৪%। কেন্দ্রের দাবি, এতে সমস্ত দেশবাসীকে বিমার আওতায় নিয়ে আসতে সুবিধা হবে। কমবে প্রিমিয়াম, বাড়বে কর্মসংস্থান। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, হাসপাতাল এবং স্বাস্থ্য বিমা সংস্থার মধ্যে বিমার দাবি সংক্রান্ত তথ্য আদানপ্রদানের জন্য জাতীয় স্বাস্থ্য এক্সচেঞ্জ তৈরি করেছে সরকার। এর ফলে গ্রাহকদের দাবি মেটানোর কাজ মসৃণ হবে।
এ দিন ধ্বনি ভোটে পাশ হয়েছে ‘সবকা বিমা সবকি রক্ষা (সংশোধনী বিল), ২০২৫’। বিরোধীদের আনা সমস্ত সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, সংশোধিত আইন কার্যকর হলে দেশীয় বিমা সংস্থাকে কিনেও নিতে পারবে বিদেশি সংস্থা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে