কমলো জমায় সুদ

আমানতে সুদের হার কমাল ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স। তারা জানিয়েছে, এক কোটি টাকার কম জমায় সুদ কমছে ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০৩:৪১
Share:

আমানতে সুদের হার কমাল ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স। তারা জানিয়েছে, এক কোটি টাকার কম জমায় সুদ কমছে ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট। ৩১ থেকে ৪৫ দিনের আমানতে নতুন সুদ হচ্ছে ৫.৫%। ৪৬-৯০ দিন এবং ৯১-১৭৯ দিনের জমায় সুদ হতে চলেছে যথাক্রমে ৬% এবং ৬.২৫%। ১ থেকে ২ বছরের কম, ২ থেকে তিন বছরের কম, ৩ থেকে ৫ বছরের কম ও ৫-১০ বছরের মেয়াদের জমায় সুদও কমেছে। সোমবার থেকে নতুন হার কার্যকর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement