Income Tax Savings

জমবে টাকা, আয়করেও মিলবে ছাড়, ৩১ মার্চ পর্যন্ত লগ্নিতে রয়েছে মেগা অফার

পুরনো কাঠামোয় আয়করে ছাড় পেতে হলে বিভিন্ন খাতে ৩১ মার্চের মধ্যে লগ্নি করতে হবে। কোথায় কোথায় বিনিয়োগ করলে এই সুবিধা পাওয়া যাবে? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৭:১৭
Share:

—প্রতীকী ছবি।

৩১ মার্চ শেষ হবে চলতি আর্থিক বছর (পড়ুন ২০২৪-’২৫)। আগামী ১ এপ্রিল থেকে আয়কর রিটার্ন জমা করতে পারবেন করদাতারা। ফলে এখনও বিভিন্ন খাতে লগ্নির মাধ্যমে কর বাঁচানোর রয়েছে সুযোগ। তবে সে ক্ষেত্রে আর মাত্র দু’সপ্তাহের সামান্য বেশি সময় হাতে পাচ্ছেন তাঁরা। এর মধ্যে ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস), ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (এএলএসএস) এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (পিপিএফ) মতো জায়গায় লগ্নি করে আয়করে ছাড় পেতে পারেন করদাতারা।

Advertisement

বর্তমানে সারা দেশে আয়করের দু’টি ব্যবস্থা চালু রয়েছে। একটি নতুন এবং অপরটি পুরনো। নতুন আয়কর কাঠামোয় সরাসরি ছাড়ের বিষয়টি ঘোষণা করেছে কেন্দ্র। পুরনো কর কাঠামোয় এই সুবিধা নেই। সেখানে আয়করে ছাড় পেতে হলে, করদাতাকে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে করতে হবে বিনিয়োগ। উপরন্তু, আয়কর রিটার্ন জমা করার সময়ে লগ্নি সংক্রান্ত তথ্যও জমা করতে হবে তাঁকে। বিনিয়োগের মোট পরিমাণের উপর ভিত্তি করে আয়করে ছাড় পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

আয়করের ৮০সি ধারা অনুযায়ী, পুরনো কর ব্যবস্থায় বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার রয়েছে সুযোগ। বেসরকারি সংস্থায় কর্মরতদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সারা দেশে চালু রয়েছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। এতে গ্রাহক এবং তাঁর নিয়োগকারী সংস্থা— দু’জনকেই লগ্নি করতে হয়। ৮০সি ধারায় পুরনো কর কাঠামোয় এতে ছাড় পাবেন সংশ্লিষ্ট করদাতা।

Advertisement

একই ভাবে পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) এবং ব্যাঙ্কের স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজ়িট) উপরেও পুরনো কর ব্যবস্থায় রয়েছে ছাড়। এগুলিতে অবশ্য সরকারি ও বেসরকারি চাকরি এবং ব্যবসায়ী-সহ যে কেউ বিনিয়োগ করতে পারেন। পিপিএফে ১৫ বছরের জন্য লগ্নি করতে হয়। মেয়াদ শেষে লগ্নিকারী সুদেমূলে যে টাকা পাবেন, তাতে লাগু হবে না কোনও আয়কর।

এনএসই ও ব্যাঙ্কের স্থায়ী আমানতে করছাড় পেতে হলে পাঁচ বছরের জন্য করতে হবে বিনিয়োগ। ইএলএসএস বা মিউচুয়াল ফান্ডে তিন বছরের লক ইন পিরিয়ডে বিনিয়োগ করে করছাড়ের সুবিধা নিতে পারেন গ্রাহক। আয়কর আইনের ৮০সি ধারায় আবার জীবন বিমা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সন্তানের পড়াশোনার টিউশন ফি এবং সুদ বাদ দিয়ে গৃহঋণের মূল অর্থের প্রত্যর্পণের উপর পুরনো কাঠামোতে মিলবে আয়কর ছাড়।

এ ছাড়া আয়কর আইনের ৮০ডি ধারায় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে, ৮০ই ধারায় শিক্ষা ঋণ, ৮০ইই এবং ৮০ইইও ধারায় অতিরিক্ত গৃহঋণের সুদ এবং ৮০জি ধারায় অনুদানের উপর পুরনো কাঠামোয় রয়েছে করছাড়ের সুবিধা। একই ভাবে এনপিএসে লগ্নি করলেও এই সুযোগ পাবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement