সূচকের বৃদ্ধি, তবু কমল শেয়ার মূল্য 

সম্প্রতি ডলারের নিরিখে টাকার দাম অনেকটা বাড়লেও বছরের হিসেবে অনেকটাই ঔজ্জ্বল্য খুইয়েছে ভারতীয় মুদ্রা। এক বছরে ডলারের দাম বেড়েছে ৫০৯ পয়সা। ৯.২৩%। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০৩:২৩
Share:

শেয়ার বাজারে ৭.২৫ লক্ষ কোটি টাকার সম্পদ খুইয়েছেন লগ্নিকারীরা।— ফাইল চিত্র।

গত এক বছরে শেয়ার বাজারের সূচকের উত্থান খারাপ নয় মোটেই। প্রচুর ওঠাপড়ার মধ্যেও ২০১৮ সালে সেনসেক্স বেড়েছে ২,০১১.৫ পয়েন্ট। অর্থাৎ, ৫.৯%। তা সত্ত্বেও শেয়ার বাজারে ৭.২৫ লক্ষ কোটি টাকার সম্পদ খুইয়েছেন লগ্নিকারীরা। বাজারের তথ্য বলছে, গত বছরের শেষে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত বিভিন্ন সংস্থার মোট শেয়ার মূল্য (মার্কেট ক্যাপ) দাঁড়িয়েছে ১,৪৪,৪৮,৪৬৫.৬৯ কোটি টাকা। যা এক বছর আগের তুলনায় বেশ খানিকটা কম।

Advertisement

সম্প্রতি ডলারের নিরিখে টাকার দাম অনেকটা বাড়লেও বছরের হিসেবে অনেকটাই ঔজ্জ্বল্য খুইয়েছে ভারতীয় মুদ্রা। এক বছরে ডলারের দাম বেড়েছে ৫০৯ পয়সা। ৯.২৩%।

বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজার নিয়ে উদ্বেগ কাটার সময় এখনও আসেনি। দেশে লোকসভা নির্বাচন তো আছেই। তার উপরে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ এবং ভারতের শীর্ষ ব্যাঙ্ক সুদের হার কী রাখে, তা নিয়েই লগ্নিকারীদের চিন্তা বেশি। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এবং আমেরিকা ও চিনের মধ্যে শুল্ক যুদ্ধ কী মাত্রা পায়, তার উপরও সূচকের ওঠানামা নির্ভর করবে।

Advertisement

তা সত্ত্বেও বিশেষজ্ঞদের আশা, ভারতের আর্থিক বুনিয়াদ এখন অনেকটাই মজবুত। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। দেশের আর্থিক বৃদ্ধির হারও বিশ্বের অনেক তাবড় দেশের তুলনায় বেশি। তাই বাইরের বিভিন্ন ঘটনা সাময়িক ভাবে প্রভাব ফেললেও ভারতীয় শেয়ার বাজার তা সামলে উঠতে পারবে বলেই আশা লগ্নিকারীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন