রাষ্ট্রায়ত্ত আইওসি এবং গেইল ওড়িশায় আদানি গোষ্ঠীর এলএনজি প্রকল্পে ৪৯% অংশীদারি হাতে নিচ্ছে। ৫,০০০ কোটি টাকার প্রকল্পে সামিল হতে আগামী কালই তারা চুক্তি সই করবে।
Advertisement
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৫
Share:
রাষ্ট্রায়ত্ত আইওসি এবং গেইল ওড়িশায় আদানি গোষ্ঠীর এলএনজি প্রকল্পে ৪৯% অংশীদারি হাতে নিচ্ছে। ৫,০০০ কোটি টাকার প্রকল্পে সামিল হতে আগামী কালই তারা চুক্তি সই করবে। এলএনজি আমদানির ওই টার্মিনাল প্রকল্পে ৩৮% মালিকানা নেবে আইওসি, ১১% গেইল।