কম লগ্নিতেও বিমা ব্যবসা ‌শুরুর রাস্তা

বিমা সংস্থা চালু করার জন্য ন্যূনতম মূলধনের অঙ্ক কমাতে চলেছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। উদ্দেশ্য, আরও বেশি বিমা সংস্থার বাজারে আসার পথ মসৃণ করা। এখনকার আইন অনুযায়ী, বিমা সংস্থা চালু করতে অন্তত ১০০ কোটি টাকা মূলধন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ০১:১৮
Share:

বিমা সংস্থা চালু করার জন্য ন্যূনতম মূলধনের অঙ্ক কমাতে চলেছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। উদ্দেশ্য, আরও বেশি বিমা সংস্থার বাজারে আসার পথ মসৃণ করা। এখনকার আইন অনুযায়ী, বিমা সংস্থা চালু করতে অন্তত ১০০ কোটি টাকা মূলধন লাগে। আইআরডিএ সদস্য নীলেশ সাঠে জানিয়েছেন, সংশ্লিষ্ট বিমা সংস্থাটি কত ধরনের ব্যবসা করতে চায় এবং তার ঝুঁকি হিসাব করেই ন্যূনতম মূলধনের পরিমাণ ধার্য হবে প্রস্তাবিত নতুন নিয়মে।

Advertisement

সাঠে জানান, বিদেশের মডেল অনুসরণ করেই নতুন আইন প্রস্তাব করা হয়েছে। ব্রিটেনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘সেখানে কোনও সংস্থা শুধু মাত্র স্বাস্থ্য বিমার ব্যবসা চালু করতে চাইলে মূলধন লাগে ভারতীয় মুদ্রায় ১২.৫ কোটি টাকা।’’ মূলধন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি ২০২১ সালের মধ্যে চালু করার পরিকল্পনা করেছে আইআরডিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement