—প্রতীকী চিত্র।
হোটেল, অতিথিশালা, জিম ও বিভিন্ন অনুষ্ঠান-সহ বহু জায়গায় যোগদানকারীদের থেকে আধার কার্ডের ফটোকপি নেওয়া হয় পরিচয় যাচাইয়ের জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই নথি থেকে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ ওঠে। এ বার তা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হলেন আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই। তারা জানিয়েছেন, এই প্রবণতা বন্ধ করতে নতুন নিয়ম চালু হতে চলেছে। যে সমস্ত সংস্থা আধারের মাধ্যমে পরিচয় যাচাই করতে চায়, তাদের আধার কর্তৃপক্ষের কাছে নিজেদের নথিভুক্ত করাতে হবে।
এক সাক্ষাৎকারে ইউআইডিএআই-এর সিইও ভূবনেশ কুমার জানান, কোনও ব্যক্তির থেকে আধার কার্ডের কাগুজে নথি নিয়ে রেখে দেওয়া আধার আইনের পরিপন্থী। কোনও পরিষেবা সংস্থা যদি আধারের মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করতে চায়, তা হলে নতুন নিয়মে তাকে আগে কর্তৃপক্ষের কাছে নিজেদের নথিভুক্ত করাতে হবে। তার পরে তাদের নতুন একটি প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেওয়া হবে। যার সাহায্যে কিউআর কোড স্ক্যান করে অথবা নতুন আধার অ্যাপের সাহায্যে পরিচয় যাচাই করা যাবে। এখন সেই অ্যাপের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে।
ভূবনেশ আরও বলেন, ‘‘কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন নিয়মে সম্মতি দিয়েছেন। শীঘ্রই তার বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আধার তথ্য অফলাইনে যাচাই করতে চাইলে নিজেদের নথিভুক্ত করাতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। কাগুজে নথির মাধ্যমে পরিচয় যাচাই বন্ধ করতে এই উদ্যোগ।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে