সূত্রের খবর, কলকাতা ও শহরতলিতে পাইপ পাতার জন্য সংস্থা ছাড়পত্র চাইলেও, কলকাতা পুরসভা-সহ বিবিধ প্রশাসনিক দফতর এখনও তা দেয়নি। —প্রতীকী চিত্র।
কলকাতা এবং আশেপাশের এলাকায় পাইপে রান্নার গ্যাস দেওয়ার প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে, জানালেন রাষ্ট্রায়ত্ত সংস্থা গেল-এর চেয়ারম্যান সন্দীপ কুমার গুপ্ত। দাবি করলেন, নানা সমস্যায় মেদিনীপুর এবং বর্ধমানে তা দীর্ঘ দিন আটকে ছিল। সে সব কাটিয়ে পাইপলাইন কলকাতার উপকণ্ঠে চলে এসেছে। শীঘ্রই ঢুকবে শহরে। যদিও এই দাবি উড়িয়েছে সংশ্লিষ্ট মহলের একাংশ। তাদের দাবি, চলতি বছরের মধ্যেও কলকাতায় পাইপের গ্যাস পাঠানোর কাজ শুরু করা কার্যত অসম্ভব। কবে সম্ভব হবে, সেটাও বলা যাচ্ছে না। শুধু হুগলির কিছু অঞ্চলে তিন-চার মাসে জোগান চালুর ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
গেল ও বেঙ্গল গ্যাস কোম্পানির যৌথ উদ্যোগ গ্রেটার কলকাতা গ্যাস সাপ্লাই কর্পোরেশন এখানে প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে। সন্দীপ জানান, তেল-গ্যাস নিয়ন্ত্রণ পর্ষদ-এর দেওয়া লক্ষ্য অনুযায়ী গ্যাস জোগাতে হবে। তা শেষ হবে ২০২৬-এর ডিসেম্বরে।
সূত্রের খবর, কলকাতা ও শহরতলিতে পাইপ পাতার জন্য সংস্থা ছাড়পত্র চাইলেও, কলকাতা পুরসভা-সহ বিবিধ প্রশাসনিক দফতর এখনও তা দেয়নি। এই এলাকায় সাকুল্যে বসেছে মোট পাইপলাইনের ৫%। ফলে রাজ্যের বাকি এলাকায় পাইপ পাতা গেলেও কলকাতার কাছে এসে তা আটকে গিয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে