Drones

রবি সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের আকাশে একঝাঁক ‘রহস্যময়’ ড্রোন! উস্কে দিচ্ছে সিঁদুর অভিযানের স্মৃতি

রবিবার সন্ধ্যায় বিভিন্ন সময়ে পাকিস্তানের দিক থেকে বেশ কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে ঢুকে পড়ে। বিএসএফ সূত্রে জানানো হয়, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ নওশেরা সেক্টরে ভারতের আকাশে গানিয়া-কালসন গ্রামের দিকে চক্কর কাটতে দেখা যায় একটি ড্রোনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০০:২০
Share:

— প্রতীকী চিত্র।

সন্ধ্যা হতেই জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে উড়তে দেখা গেল সন্দেহভাজন কিছু ড্রোনকে। প্রাথমিক ভাবে সেনা মনে করছে, ড্রোনটি পাকিস্তানের দিক থেকে এসে এ দেশের সীমারেখায় ঢুকে পড়েছে। ড্রোনগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা এবং পুলিশ। সিঁদুর অভিযানের সময় এমনই ‘রহস্যময়’ ড্রোন উড়তে দেখা গিয়েছিল জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়। আবার আকাশে ড্রোন দেখা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Advertisement

রবিবার সন্ধ্যায় বিভিন্ন সময়ে পাকিস্তানের দিক থেকে বেশ কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে ঢুকে পড়ে। বিএসএফ সূত্রে জানানো হয়, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ নওশেরা সেক্টরে ভারতের আকাশে গানিয়া-কালসন গ্রামের দিকে চক্কর কাটতে দেখা যায় একটি ড্রোনকে। ড্রোন‌ লক্ষ্য করে গুলি চালান জাওয়ানেরা। একই সময় রাজৌরি জেলায় তেরয়াট এলাকায় খাব্বার গ্রামের দিকেও একটি ড্রোন উড়তে দেখা যায়। জানা গিয়েছে, কালাকোটের ধর্মসাল গ্রামের দিক থেকে ওই ড্রোনটি এসেছিল।

সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরের চক বাবরাল গ্রামে বেশ কিছু ক্ষণের জন্য আকাশে একটি সন্দেহজনক বস্তুকে দেখা যায়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা লাগোয়া জম্মু-কাশ্মীরের কাছেও এ রকম উড়ন্ত কোনও যন্ত্রকে দেখা গিয়েছে।

Advertisement

নিয়ন্ত্রণরেখার ওপারে রয়েছে পাক পোস্ট। ড্রোন দেখামাত্রই সতর্ক হয়ে যায় বিএসএফ। সেগুলোকে গুলি করে নামানোর চেষ্টা করা হয়। বিএসএফের দাবি, ড্রোনগুলিকে পাক পোস্টের দিকেই উড়ে যেতে দেখা গিয়েছে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে সন্দেহজনক সেই উড়ুক্কু যানের খোঁজ চালাচ্ছে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। পুলিশ সূত্রে খবর, সীমান্তলাগোয়া গ্রামগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

এখনও পর্যন্ত ড্রোনগুলির কোনও হদিস মেলেনি। এর আগেও সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন।

সেনার একটি সূত্র জানাচ্ছে, অনেক সময় অস্ত্র এবং মাদক পাচার করতে জঙ্গিরা ড্রোন ব্যবহার করে। সে রকমই কোনও ড্রোন সীমান্ত পেরিয়ে ঢুকেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত শুক্রবার পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সাম্বা সেক্টরে ঢুকে পড়ে একটি ড্রোন। জানা গিয়েছে, ওই ড্রোন থেকে উদ্ধার হয় দু’টি পিস্তল, তিনটি ম্যাগাজ়িন এবং একটি গ্রেনেড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement